পাতা:রামদাস গ্রন্থাবলী প্রথম ভাগ.djvu/৩৭৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

\రిత్రg ঐতিহাসিক-রহস্য -তৃতীয় ভাগ । “মুনিভিদ্ধিরশনং প্রোক্তং বিপ্রাণাং মর্ত্যবাসিনাম।” ( कांठांग्रन) এক্ষণে অাৰ্য্যগণের প্রাত্যহিক কাৰ্য্যসম্বন্ধে কিছু বলা যাইতেছে। প্রত্যুষকালে শৌচপ্রস্রাবাদি সমাধা করিয়া দস্তুধাবন পুৰ্ব্বক স্বান করিবেক। যথা— “উষাকালে তু সম্প্রাপ্তে শৌচং কৃত্ব যথার্হতঃ। ততঃ স্নানং প্রকুৰ্ব্বত দস্তধাবনপুৰ্ব্বকম্ ॥ ( झच्ह ) প্রত্যছ প্রাতঃকালে স্নান করিযেক, যথা—“প্রাতঃস্নায়ী ভবেন্নিত্যং” । স্বানের পর পবিত্র দ্রব্য সকল স্পর্শ করিবেক, যথা—“স্বানাদনন্তরং তাবদুপম্পর্শনমুচ্যতে” ( দক্ষ )। তৎপরে সন্ধা উপাসনা, তাহার পর হোম করিবে ; যখা—“সন্ধ্য-কৰ্ম্মাবসানে তু স্বয়ং হোমো বিধীয়তে’’ ( দক্ষ )। ইহার পর দেবপূজা করিয়া পুনশ্চ মাঙ্গল্য বস্তু দর্শন করিবেক ; যথা—“দেবকাৰ্য্যং ততঃ কৃত্ব গুরু-মঙ্গলবীক্ষণম্।” প্রাতঃকালের কার্য্য সমাধা করিয়া বেদাধ্যয়নাদি করিযেক ; যথা—“দ্বিতীয়ে চৈব ভাগে তু বেদাভ্যাসে বিধীরতে।” শিক্ষণ করা ও দেওয়া যে কিছু লেথ পড়ার কার্য্য, তাহা এই দ্বিতীয় ভাগে করা হইত। তৎপরে তৃতীয় ভাগে পোষ্যবর্গের এবং অর্থসাধন ঘটিত কাৰ্য্য সমাধা করা হইত। যথা— -তৃতীয়ে চৈব ভাগে তু পোষ্যবৰ্গীর্থসাধনম্।” পুনৰ্ব্বার চতুর্থভাগে অর্থাৎ মধ্যাহ্নকালে স্নানাদি করিবেক। যথা—“চতুর্থে তু তথা ভাগে স্নানার্থং মৃদমাহরেৎ।” পঞ্চম ভাগে অর্থাৎ আড়াই প্রহরের সময় দেব, পিতৃ, মনুষ্য, পশু, পক্ষী, কীট প্রভৃতিকে অন্নাদি খাদ্য দেওয়া হইত ; যথা— “পঞ্চমে চ তথা ভাগে সংবিভাগে যথার্হতঃ।” সকলকে জাহার দিয়া গৃহস্থ শেষে ভোজন করিতেন। যথা— -গৃহস্থঃ শেষভুক্‌ ভবেৎ’ 6 चितः ) ।। ষষ্ঠ ও সপ্তম ভাগ ইতিহাস পুরাণাদি ধৰ্ম্মগ্রন্থ আলোচনায় অতিবাহিত হইত। যথা—“ইতিহাসপুরাণাদ্যৈঃ ষষ্ঠঞ্চ সপ্তমং নয়েৎ ।” তাহার পর স্বৰ্য্যাস্ত কালে নিজন অরণ্য কি নদীতীরে যাইয়া নক্ষত্রদর্শন পর্যন্ত উপাসনা করার