পাতা:রামদাস গ্রন্থাবলী প্রথম ভাগ.djvu/৩৮৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩৭৮ . ঐতিহাসিক-রহস্য।—তৃতীয় ভাগ। বিজ্ঞানের কোন নুতন বীজ স্বষ্টি করেন নাই, তাহারা পুরাতন সঙ্গীত বিদ্যাকে নানা অলঙ্কারে ভূষিত করিয়াহেঁদ মাত্র। অতি আদিম কালের গীত একপ্রকার ছিল, এখন তাহার আকার পরিবর্তিত হইয়াছে। উত্তরোত্তর বৃদ্ধি হয়, পরিবর্তিত হয়, ইহা স্বতঃসিদ্ধ ব্যাপার। এখন যেরূপ তাল, গমক (স্বরের কম্পন ), মূর্ছনা (স্বর হইতে স্বরাস্তরে প্রবেশ ), কোমল, তীব্র (তিয়র ), প্রভৃতি নানা পরিচ্ছদে বিভূষিত গীত উচ্চারিত হইয়া থাকে, আদিকালে এরূপ ছিল না। শুদ্ধ স্বরকে কিরূপে বিকৃত করিয়া ঐ সকল নুতন নূতন আকার নিৰ্ম্মাণ করা যায়, তাহার কৌশলও বোধ হয় তাৎকালিক লোকের জ্ঞাত ছিলেন না । সেই জন্তই আদিম কালের গান এখন আর কাহারও চিত্ত হরণ করিতে পারে মা । আদিমকালে শুদ্ধ স্বর অবলম্বন করিয়াই গীত হইত। ইউবোপীয় জাতির গান এবং আমাদের বৈদিক গান তাহার সাক্ষী। ইউরোপীয়গণ বরং কিছু উন্নতি করিয়াছেন, কেননা, তাহারা শুদ্ধ স্বর ও বিকৃত স্বর ব্যবহার করিয়াছেন, কিন্তু তাহারা গমক (স্বরের কম্পন ) কৌশল জানেন না এবং রীতিগুদ্ধ মুর্ছনাও জ্ঞাত নহেন। আমাদিগের বেদগান আর উন্নত হইল না, লৌকিক গানই সমধিক উন্নত হইয়াছে। বৈদিক গান কেবল হা-ই-বু-ইউরোপীয়গানেও হাউ হাউ হু—উচ্চ মধ্যম বা স্বরিত স্বরমাত্র ব্যবহৃত হয়, তাহাতে গমক মূর্ছনাদির উৎকর্ষ নাই। বেদগানে ৩টি মাত্র স্বর লাগে। উদাত্ত, অনুদাত্ত ও স্বরিত। কিন্তু লৌকিক গানে ইহার নাম গন্ধও নাই। বৈদিক গানে দেখা যায়, ৩টি স্বর ; কিন্তু লৌকিক গানে ৭ট স্বব, স খ গ ম প ধ নি অর্থাৎ ষড়জ, ঋষভ, গান্ধার, মধ্যম, পঞ্চম, ধৈবত, নিষাদ । পুরাতন কালের উদাত্ত, অমুদাত্ত ও স্বরিতের সঙ্গে এখনকার সরি গ ম প ধ নির সঙ্গে যে কিরূপ যোগ আছে, তাহা বুঝা ভার। কেননা, কোন সঙ্গীতগ্রন্থে উদাত্ত অনুদাত্তের উল্লেখ নাই। নব্যতম ‘লৌকিক গানের পুস্তকে উদাত্তাদির নাম লক্ষণাদি না থাকায় কেহ কেহ অনুমান করেন এবং বলেন, পূৰ্ব্বকালের উদাত্ত অমুদাত্ত স্বরিত আর কিছুই મેં, উহ! স্বরোচ্চারণের স্থানবিশেষ মাত্র। আমরা এখন যাহাকে উদারা মুম্বার তার বলিয়া থাকি, তাছাই পূর্বকালের উদাত্ত, অমুদাত্ত ও স্বরিত । এ কথা