পাতা:রামদাস গ্রন্থাবলী প্রথম ভাগ.djvu/৩৯৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

স্বয়-বিজ্ঞান । அ2 করিয়া যদি পুনশ্চ দ্বাবিংশতি বিন্দুময় স্বররেখা করিয়৷ তন্মধ্য হইতে সী রি গ ম প ধ নি বাহির করা যায়, তাহ হইrল তাহা দ্বিতীয় সপ্তক হইবে } মনুষ্যকণ্ঠে সাৰ্দ্ধ দ্বিসপ্তক ও তন্ত্রীতে ত্রিসপ্তক পৰ্য্যন্ত ব্যবহৃত হইতে পারে। শ্রীতি কি ? এবং স্বর ও শ্রুতির প্রভেদ কি ? ইহা নির্ণয় করিতে গিয়ী সঙ্গীতজ্ঞ পণ্ডিতেরা বলিয়াছেন যে, স্বর ও শ্রীতির প্রভেদ দুগ্ধ ও দধির প্রভেদের দ্যায় । অর্থাৎ দুগ্ধ হইতে যেমন দধি প্রকাশ পায়, সেইরূপ শ্রীতি হইতেই বড় জাদি স্বর প্রকাশ পায়। যথা—

    • তাস্তাঃ শ্ৰুতয়ঃ স্বর-রূপেণ জায়ন্তে ।”

সেই সকল শ্রুতি ( সংযুক্ত হইয়া পুষ্ট ও ) শ্বর রূপে প্রকাশ পাইয়। থাকে। শাস্ত্রকারেরা বলিয়াছেন যে, “শ্রতিস্থানে স্বরান্‌ বক্তং নালং ব্রহ্মাপি তত্ত্বতঃ। জলেষু চরতাং মার্গে মীনানাং নোপলভ্যতে।” অর্থাৎ জলেতে মৎস্ত-বিচরণের পথ যেমন উপলব্ধি হয় না, সেইরূপ স্বর মধ্যে শ্রীতি-সঞ্চরণ লক্ষ্য হয় না । - এক্ষণে নির্ণয় হইল যে, ২২ শ্রীতি হইতে ৭ শ্বরের উদ্ভব হইয়াছে। তন্মধ্যে কোন স্বরে কত শ্রতি আছে ? ইহার প্রমাণ ও তালিকা নিয়ে প্রদত্ত হইল । “চতুর্ভ্যে জায়তে ঘড়জো মধ্যমঃ পঞ্চমস্তথা । স্বাভ্যাং দ্বাভ্যাং গনী জ্ঞেয়ে রিধেী চ ত্র্যাত্মকে তথা ।” i :