পাতা:রামদাস গ্রন্থাবলী প্রথম ভাগ.djvu/৪০৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

স্বর-বিজ্ঞান \లిసిపి এক এক মুর্ছনাতে ৫০৪• পাচ হাজার চল্লিশটি করিয়া শুদ্ধ, কুট ও পূর্ণ তান আছে ; অপূর্ণ তান ইছার অনেক অধিক। 輯 প্রধান মুর্ছনার নাম—ললিত, মধ্যম, চিত্র, রোহিণী, মতঙ্গজ, সেীবীর, মধ্যমধ্য, বড় জমধ্য, পঞ্চমী, মৎসরী, মৃত্নমধ্য, শুদ্ধান্তী, কলাবলী, তীব্র, রৌদ্রী, ব্রাহ্মী, বৈষ্ণবী, খেচর, চর, সদাবতী, বিশাল (২১) । কাব্যে যেমন স্থায়ী ভাব ও সঞ্চারী তাব প্রভৃতি আছে, গানের মধ্যেও তাহা আছে। কাব্যের যেমন রস আত্মা, গানেরও তদ্রুপ। সুতরাং গানকাৰ্য্যেও স্থায়ী আদি লক্ষণ আছে। গান-ক্রিয়া বর্ণ নামে উক্ত হইয়াছে। সেই বর্ণ ৪ প্রকার নিরূপিত আছে। স্থায়ী, অবরোহী, আরোহী ও সঞ্চারী। যথা— গান-ক্রিয়োচ্যতে বর্ণঃ স চতুৰ্দ্ধা নিরূপিতঃ। স্থাষারোহবরোহী চ সঞ্চারীতাৰ্থ লক্ষণম্ ॥ স্থিত্বা স্থিত্বা প্রয়োগ: স্তাদেকৈকস্ত স্বরস্ত যঃ । স্থায়ী বর্ণঃ স বিজ্ঞেয়ং পরাবস্বর্থনামকে ॥ এতৎ সম্মিশ্রণীদ্বর্ণঃ সঞ্চারী পরিকীৰ্ত্তিতঃ ॥ থাকিয়া থাকিয়া এক এক স্বরের পুনঃ পুনঃ প্রয়োগ হইলে তাহাকে স্থায়ী বর্ণ কহে। আরোহী ও অবরোহী বর্ণের লক্ষণ এই যে, উহার যেমন নাম তেমনি অর্থ (অর্থাৎ কাৰ্য্যেও আরোহী অবরোহী ) । ইহা মিশ্রিত করিয়া লইলে তাহ সঞ্চারী নামে কথিত হয় । স্থায়ী বর্ণের আর একটি স্পষ্ট লক্ষণ আছে, তাহা এই— বত্রোপবিহুতে রাগঃ স্বরঃ স্থায়ী স কথ্যতে । যে রাগটি যাহাতে উপবেশন করে, সেই স্বর স্থায়ী নামে উক্ত হয়। (গ্ৰহাদি। ) “গীতাদেী স্থাপিতো যস্ত স গ্রহশ্বর উচ্যতে। দ্যাসস্বরস্তু বিজেয়ে যস্ত গীত-সমাপকঃ । বহুলত্বং প্রয়োগেষু স অংশস্বর উচ্যতে।”