পাতা:রামদাস গ্রন্থাবলী প্রথম ভাগ.djvu/৪১৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ঐতিহাসিক রহস্য ।--তৃতীয় ভাগ । تنها 8 পর ভারত আর জাগ্রত হইল না, সেই সময়টিকে কেন্দ্র করিয়া নিয়ে আগমন করা যাইতেছে । কুরুক্ষেত্রের যুদ্ধকালটির উল্লেখ মহাভারতে আছে ; কিন্তু তাহাতে একটি নির্দিষ্টকাল-সংখ্যা পাওয়া যায় না। সুতরাং অন্ত কোন প্রামাণিক গ্রন্থের অনুসরণ করা যাইতেছে। বরাহুসংহিতানামক জ্যোতিগ্রন্থে এই কালটির স্পষ্ট উল্লেখ দেখিতে পাওয়া যায়। রাজতরঙ্গিণী নামক প্রাচীন ইতিবৃত্তগ্রন্থেও व्कjहै ज़ेद्वल्लथ पञां८झ् । यथ1-~ -গতেষু ফটুস্থ সার্কেযু ত্ৰাধিকেষু চ বৎসরে। অভবন কুরুপাওবা ॥ কলির ৬৫৩ বৎসর অতীত হইলে কুরুপণ্ডিবের যুদ্ধ হয়। উক্ত গ্রন্থকারের জনশ্রুতি মাত্র অবলম্বন করিয়া উক্ত কালসংখ্যা লেখেন নাই। জ্যোতিগণনা ও অব্দব্যবহার তাহাতে প্রমাণ দিয়াছেন। তাহারা বলিয়াছেন যে, ঙাহাজের সময়েও যৌধিষ্ঠিরাদ প্রচলিত ছিল । বিক্রমাদিত্যের সম্বৎ আরম্ভেয় সময় যৌধিষ্ঠিরান্ধ ২৫২৬ ছিল । এইরূপ আৰ্য্যভট্টীয় গ্রন্থেও যৌধিষ্ঠিরাব্দ বর্তমান থাকার উল্লেখ আছে। যুধিষ্ঠিরের বৃত্তান্তঘটিত মহাভারত, ভাগবত ও বিষ্ণুপুরাণ প্রভৃতি গ্রন্থে লিখিত আছে যে, যুধিষ্ঠিরেয় রাজ্যকালে সপ্তর্ষিমণ্ডল (সাত ভেয়ে তার } মঘা নক্ষত্রে ছিল । ইহা অবলম্বন করিয়া উক্ত জ্যোতিবেৰ্ত্তারা যলিয়াছেন যে, উক্ত সপ্তর্ষিমণ্ডল শত বৎসর করিয়া এক এক নক্ষত্র ভোগ করে। শত যৎসরান্তে পরিবৰ্ত্তিত হইয়া অন্ত নক্ষত্রে গমন করে। সুৰ্য্যের যেমন এক মাসে এক রাশি ভোগ হয়, সেইরূপ সপ্তর্ষিমণ্ডলের ২২৫ বৎসরে এক রাশি ভোগ হয়। এতাদৃশ সপ্তর্ষিমণ্ডল যুধিষ্ঠিরের রাজ্যকালে মঘা নক্ষত্রে ছিল, এক্ষণে আমরা উহাকে কৃত্তিকার প্রথম পাদে জুখিতেছি। এই দল প্রমাণ দ্বারা নির্ণয় হইয়াছে যে, কলির ৬৫৩ যৎসর পরে কুরুক্ষেত্রের যুদ্ধ হইয়াছিল। তাছার পরেও যুধিষ্ঠিরের অনেক বৎসর জীবিত ছিলেন। তাছাতে অনধিক ৭•• বৎসর ধরা যাইতে পারে। এই যুধিষ্টিরের কনিষ্ঠ অৰ্জুন, তৎপুত্র অভিমন্ত্র্য, তৎপুত্র পরীক্ষিৎ, তৎপুত্ৰ জনমেজয় ; এই জনমেজয়ের সমকালে নৈমিষারণীয় ঋযিদিগের দ্বারা মহাভারত প্রচার হয়। কুরুক্ষেত্রের যুদ্ধ আর মহাভারত-প্রচার, এতন্মধ্যে অনুন ৩০০ শত বৎসর