পাতা:রামদাস গ্রন্থাবলী প্রথম ভাগ.djvu/৪৩৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পণিনি । 8:ዋ ভর্তৃহরি-কারিক বা বাক্যপদীয় ৯। ইহা অান্তেীপান্ত শ্লেকে রচিত । ইত্যাদি অনেক গ্রন্থ আছে, বাহুল্য ভয়ে সে গুলির নামোল্লেখ করিলাম না । কাতন্ত্র বা কলাপ ব্যাকরণ, অতি বিশদ এবং পাণিনি হইতে কিঞ্চিৎ বিভিন্ন প্রণালীতে রচিত। ইহার প্রত্যয়, সংজ্ঞা প্রভৃতি পাণিনির অনুরূপ ৷ ইহাতে পাণিনি, পতঞ্জলি, ব্যাড়ি, ভাগুরি প্রভৃতির ব্যাকরণের সারাংশ সঙ্কলিত হইয়াছে। পাণিনির ২৩ স্বত্র একত্র করিয়া ইহার একটি স্বত্র হইয়াছে। ইহার উদাহরণ ; যথা পাণিনি— “ক বা পা জি মি স্বদি সাধ্যহশূঙউন” “ছন্দসোণঃ” “দু সনি জনি চরি চটিভ্যে ঙ৭, ” এই তিন স্বত্র একত্র করিয়া কাতন্ত্রের এক স্বত্র ; যথা— “ক বা পা জি মি স্বদি সাধাশু দুদনিজনিচরি চটভ্য উণ,” কাতন্ত্রের অনেক স্থলে পাণিনির অবিকল স্বত্র আছে, এবং কোন কোন স্থলে কিছু কিছু প্রক্ষেপ-নিক্ষেপ আছে। ইহাতে একটা পরিভাষা অংশ এবং একটী পরিশিষ্ট থাকাতে বড় সুগম হইয়াছে। প্রয়োগ-রত্নমালী—ইহাতে পাণিনি এবং কলাপস্থত্র একত্রে আছে। স্বত্রগুলি পদ্য-গ্রথিত । এই সকল স্বত্র পদ্যে রচনা কবিতে গ্রন্থকার পুরুষোত্তম বিস্তর পরিশ্রম স্বীকার করিয়াছেন। পুরুষোত্তম ভূমিকায় লিথিয়াছেন— "শ্ৰীমন্ত্রদেবন্ত গুণৈকসিদ্ধোৰ্ম্মহীমহেন্দ্রস্ত যথানিদেশম্। যত্নাৎ প্রয়োগোত্তম-রত্নমালা, বিতন্ততে শ্রীপুরুষোত্তমেন ॥” এতদ্বারা তিনি শ্রীমল্লদেব রাজার সময়ে গ্রন্থ রচনা করিয়াছেন, প্রকাশ করিতেছেন। শ্ৰীমল্লদেব কুচবিহারের রাজা ছিলেন। পাণিনি অষ্টাধ্যায়ী-স্বত্র-পাঠ ভিন্ন ধাতু-পাঠ, লিঙ্গানুশাসন ও শিক্ষ-গ্ৰন্থ প্রণয়ুন করিয়াছিলেন। শ্ৰীধরদাস-সঙ্কলিত সন্ধুক্তিকর্ণামৃত গ্রন্থে পাণিনির প্রণীত বলিয়া কয়েকটা কবিতা উদ্ধৃত হইয়াছে, কিন্তু তাহা বলবৎ-প্রমাণাভাবে তদীয়লেখনী-প্রস্থত বলিতে পারিলাম না ।

  • কোলক্ৰক বাক্যপদীয় ভ্ৰমে বাক্য-প্রদীপ ভস্তৃহরি-প্রণীত লিখিয়াছেন। বাক্য-প্রদীপ, হগ্নি-কৃষভ-কৃত, তাহার টীকাকার পুণ্যরাজ।