পাতা:রামদাস গ্রন্থাবলী প্রথম ভাগ.djvu/৪৪৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

893 ঐতিহাসিক-রহস্ত -তৃতীয় ভাগ । স্বাগগুলির উদাহরণস্থলে এক একটী মূৰ্ত্তি কল্পনা আছে, তাহ এ প্রস্তাবে উল্লেখ করিব না । কাল্পনিক ভাব উল্লেখ করিবার কোন প্রয়োজন নাই। তথাপি পরিদর্শনের নিমিত্ত একটমাত্র উল্লেখ করিতেছি । “লীলাবিহারেণ বনান্তরালে চিম্বন প্রস্থলানি বধুসহায়ঃ। বিলাসবেশে স্থতদিব্যমুৰ্ত্তিঃ স্ত্রীরাগ এষম কথিতঃ কবীন্দ্রৈঃ ” উদ্যানের মধ্যে, হাব ভাব বিলাসের সহিত, বধু-সমভিব্যাহারে পুষ্পচয়ন করিতেছেন। কবির বলেন, এই জীৱাগের মুৰ্ত্তি স্বৰ্গীয় ও ৰিলাসোপযোগী বেশভূষায় পরিচ্ছন্ন। + এক্ষণে রাগ রাগিণীর এরূপ বৃথা বেশভূষার বর্ণনা না করিয়া,যাহা যথার্থ স্বরূপ অর্থাৎ যে যে রাগে বা যে যে রাগিণীতে যে যে মুর আছে,—কোনট ওড়ৰ, কোনটী ষাঁড়ব, কোনটাই বা সম্পূর্ণ, তাহাই সংক্ষেপে ব্যক্ত করিতেছি। মৗলবী—“মালবস্ত্রীশ্চ রাগাঙ্গ পূর্ণ সত্রয়ভূষিত । মূৰ্ছনোত্তরমন্ত্র স্তাচ্ছঙ্গাররসমণ্ডিত ॥” উদাহরণ—স রি গ ম প ধ নি স । ত্রিবণী—রি ও প বর্জিত । ওডুব রাগ । উদাহরণ—ধ নি স গম ধ। ধৈবতে আরম্ভ ও ধৈবতে সমাপ্তি। যথা— “ত্রিবণী সা চ বিজ্ঞেয় গ্রহাংশষ্ঠ্যাসধৈবত ৷ ঔড়বা সা চ বিজ্ঞেরা রিপহীনা প্রকীৰ্ত্তিতা ॥” গৌরী—ওড়ব, রিপ বৰ্জ্জিত, আরম্ভ ও সমাপ্তি-স্বর ষড়জ । উদাহরণ—স গম ধনি স ৷ যথা— “ষড় জগ্রহাংশকন্যাস রিপহীন তু ঔড়ব । মুর্ছন প্রথম জ্ঞেয় গৌরী সা কথিত বুধৈঃ ” কেদারী—ওড়ব, রি-ধ-বর্জিত, তিন নিষাদযুক্ত, মাঙ্গ মুর্ছনা, আরম্ভ ও সমাপ্তি-স্বর স ; উদাহরণ - ( স গম প নি স ) । প্রমাণ—“কেদারী রিধহীন৷ তাদৌড়বা পরিকীৰ্ত্তিত্ত্ব ৮ নিত্রয় মূর্ছনা মাগী কাকলিস্বরমণ্ডিত ॥” মধুমাধবী—ওড়ব, গ, ধ জীন, প্রথম মুর্ছন, আরম্ভ ও সমাপ্তি-স্বল্পস ।