পাতা:রামদাস গ্রন্থাবলী প্রথম ভাগ.djvu/৪৫৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

88° ঐতিহাসিক-রহস্ত –তৃতীয় ভাগ । হরিনায়কের সম্মত কতকগুলি ষটু স্বরের রাগ আছে। তাহা এই— গৌড়, কর্ণাট, দেশী, ধন্বাসিক, কোলাহল, বল্লারী, দেশাখ্যা, লেীবীরী, স্বস্থবতী, হর্ষপুরী, মল্লারী, ছঞ্জিকা । “ইত্যাদাঃ ষটম্বর রাগাঃ হরিনায়কসন্মতাঃ * গৌড়—বীর ও শৃঙ্গাররসে এবং দিমাস্ত সময়ে গেয় । যথা—

  • —গৌড়ঃ স্তাৎ পঞ্চমোঙ্কিতঃ ।

বীরপৃঙ্গারয়োর্গেয়ে দিনান্তে বিরলর্ষভs ॥” দেশী—এক প্রহরের মধ্যে এবং শাস্ত ও করুণরসে গেয় । যথা— “বেধগুপ্তোস্তুবা দেশী— প্রহারাভ্যন্তরে গেয়া শাস্তে চ করুণে রসে ॥” ধন্বাসিক৮–বীর ও শৃঙ্গাররসে এবং সকল সময়ে গেয় । যথা— “এষা ধম্বাসিক জ্ঞেয়া— রলে বীরে চ শৃঙ্গারে গাতব্য৷ সৰ্ব্বদা বুধৈঃ ॥ বল্লারী এক প্রহরের পর শৃঙ্গাররসে গেয় । যথা— “বরাট্যপাঙ্গী বল্লারী— শৃঙ্গারাখ্যে রসে গেয়া হরিনায়কসম্মত ।” গৌড়, আরও আছে। কর্ণাট গৌড় ও মালম্ব গৌড়। মালব গৌড় বীররসে গেয়—"বীরে মালবগৌড়ক ।” সঙ্গীতসারের মতে মল্লার রাগ—মেঘাগমে এবং শৃঙ্গাররসে গেয় । ৰথা— “মল্লারঃ স-প-হীনোহয়ং— শৃঙ্গারে চ রসে গেয়ঃ পয়োদাগমনে বুধৈঃ ॥” কেদারী—সায়ংকালে এবং বীর ও শৃঙ্গাররসে গেয় । যথা— “রসে বীরে চ শৃঙ্গারে গেয়া সায়মিয়ং ৰুধৈঃ ” ইহাকে কোন কোন গ্রন্থে দেশকারী ও দেশপালী বলা হইয়াছে। মালব—অপরাহ্লে, রাত্রে এবং বীজ ও শৃঙ্কাররসে গেয় । যথা— --—মালবেছিপি রি-পোঙ্কিতঃ– বাল্মায়ার্শেল मिtखि-निभि वां शूंशः "*