পাতা:রামদাস গ্রন্থাবলী প্রথম ভাগ.djvu/৪৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

:Re ঐতিহাসিক রহস্ত –প্রথম ভাগ । কাব্যসমূহের টীকা রচনা করেন ; তাছার টাকা, দক্ষিণাবর লাখের টীকা দৃষ্টে রচিত হয়। কিন্তু তাহ অত্যন্ত দুষ্প্রাপ্য। r ভাষাতত্ত্ববিৎ লাসেন কহেন, কালিদাস দ্বিতীয় খ্ৰীষ্টাব্দে সমুদ্রগুপ্তের সভায় বর্তমান ছিলেন। লাসেন লাট প্রস্তর-ফলকে সমুদ্রগুপ্তের “কৰিবন্ধু”, “কাৰ্যপ্রিয় প্রভৃতি প্রশংসাবাদ দৃষ্টে কবিশ্রেষ্ঠ কালিদাসকে উহার সভাসদ বিবেচনা করিয়াছেন। বেনটুলি, মন্ত্রর পাভির জর্নেল এসিয়াটিক” নামক পত্রিকায় “ভোজপ্রবন্ধের ফরাণীস অনুবাদ ও “আইন আকবরী” দৃষ্ট্রে লিখিয়াছেন, ভোজ রাজার ৮ee শত বৎসর পরে বিক্রমাদিত্যের সভায় কালিদাস বর্তমান ছিলেন । এ কথা সম্পূর্ণ অশুদ্ধেয় । বেনটুলি স্বীয় গ্রন্থে এরূপ অনেক প্ৰলাপ বাক্য লিখিয়াছেন, তদৃষ্টে তাহাকে হিন্দুদিগের ইতিহাস ৰিষয়ে সম্পূর্ণ বিমূঢ় বিবেচনা করা যায়। কর্ণেল উইলফোর্ড, প্রিন্সেপ ও এলফিনিষ্টল লিখিয়াছেন, কালিদাস প্রায় ১৪•• শত বৎসর পুৰ্ব্বে বক্ত मांन च्छ्रेिट्लन ।

  • ভোজপ্রবন্ধের” প্রমাণামুসারে গুজরাট, মালওয়া এবং দক্ষিণের পণ্ডিতগণু কছেন, কালিদাস ১১••খ্ৰীষ্টাৰে মুঞ্জের ভ্রাতুষ্প ত্ৰ উজ্জয়িনীনিবাসী ভোজরাজের সভাসদ ছিলেন। উজ্জয়িনীর রাজপাটে কতিপয় বিক্রমাদিত্য ও ভোজ আসীন হইয়াছিলেন ; তাহার মধ্যে শেষ ভোজনৃপতির রাজ্যকাল ১১০০ খ্ৰীষ্টাব্দে স্থির হইয়াছে, এবং ইহাতে বোধ হয়, শেষ বিক্রমীদিত্যকে ভোজ বলিত, ও তাহার নবরত্বের সভা ছিল। আমরা স্বয়ং -ভোজপ্রবন্ধ" পাঠ করিয়া দেখিয়াছি। তাহাতে লিখিত আছে, মালৰ দেশান্তর্গত ধারানগরাধিপ ভোজ, সিন্ধুলের পুত্র এবং মুঞ্জের ভ্রাতুষ্পুত্র। শৈশবাবস্থায় পিতৃবিয়োগ হওয়াতে র্তাহার পিতৃব্য মুঞ্জ রাজপদে প্রতিষ্ঠিত হয়েন এবং ভোজ র্তাহার কর্তৃত্বাধীনে থাকিয়া বহু বিদ্যা অর্জন করেন । ভোজ ক্রমে বিখ্যাত হওয়াতে র্তাহার খুল্লতাত তন্দ্রীরা সিংহাসনচ্যুত श्वांद्र আশঙ্কা করিতে লাগিলেন, এবং কি প্রকারে তাহার প্রাণ বিনাশ করিকেল, এই ভয়ানক চিন্তা তাহার হৃদয়কন্দরে ক্রমে বদ্ধমূল হইতে লাগিল। স্বয় কয়, নৃপতি বৎসরাজকে অস্থান পূর্বক নিকটে আনাইয়া আপন দুই অভিসন্ধি