পাতা:রামদাস গ্রন্থাবলী প্রথম ভাগ.djvu/৪৬৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রাগ-নির্ণয়। 8cm○ সঙ্গীত বিদ্যার গ্রন্থ সকলের আর কুইট, অংশ আছে, তাহ প্রকীর্ণক ; এবং অপর একটী অংশ আছে, তাহ প্রবন্ধ নামে অভিধেয়। প্রত্যেক গ্রন্থের প্রকীর্ণক অংশে গীতের উপযোগী, আলপ্তি, গমক প্রভৃতির নিরূপণ আছে । প্রবন্ধ নামক অংশে স্বর এবং গীতের আলম্বন প্রস্তাব প্রভৃতি ক্ষে কিছু উপকরণ (বস্তু, রূপক প্রভৃতি) সমস্তই নির্ণীত আছে * ।

  • এই রাগ-নির্ণয় প্রস্তাবের শ্লোকসমূহ, বিবিধ দুষ্প্রাপ্য সঙ্গীত শাস্ত্র সম্বন্ধীয় গ্রন্থ হইতে এবং সঙ্গীত শাস্ত্রে স্বপণ্ডিত খ্যাতনামা শ্ৰীযুক্ত রাজ শৌরীশ্রমোহন ঠাকুর মহেদয়ের সঙ্কলিত "সঙ্গীতসর সংগ্ৰহ" হইতে উদ্ধত হইল।

সমাপ্ত ।