পাতা:রামদাস গ্রন্থাবলী প্রথম ভাগ.djvu/৪৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কালিদাস । ३9. জ্ঞাপন করতঃ ভোজকে অচিরে অরণ্যমধ্যে বিনাশ করিতে অকুরোধ করিলেন। কিন্তু তিনি ভোজকে গোপনে রাখিয়া পশুশোণিতে লোহিতবর্ণ অসি, মুঞ্জ ভূপকে উপহার দিলেন। তস্কৃষ্টে তিনি সানন্দচিত্তে জিজ্ঞাসা করিলেন, ভোজ মানবলীলা সংবরণ করিয়াছে ? বৎসরাজ তচ্ছ বণে একটি পত্রোপরি লিখিয়া দিলেন—“মান্ধাতা, তিনি কৃতযুগে ৰূপকুলের শিরোমণি স্বরূপ ছিলেন, তাহার মৃত্যু হইয়াছে। রাবণারি রামচন্দ্র, ধিনিঃসমুদ্রে সেতু নিৰ্ম্মাণ করেন, তিনি কোথায় ? এবং অন্তান্ত মহোদয়গণ এবং রাজা যুধিষ্ঠির স্বৰ্গারোহণ করিয়াছেন, কিন্তু পৃথিবী কাহার সহিত গমন করেন নাই, এবারে তিনি আপনার সহিত সাতলগামিনী হইবেন - ইহা পাঠ করিবামাত্র মুঞ্জের শরীর রোমাঞ্চিত হইল, এবং ভোজের নিমিত্ত অত্যন্ত ব্যাকুল হইলেন । তৎপরে তিনি জীবিত আছেন শুনিয়া বৎসরাজ দ্বারা তাহাকে আনাইয়া, ধারা রাজ্য প্রদান করণানন্তর, ঈশ্বরীরাধনা নিমিত্ত অরণ্যে প্রবেশ করিলেন । ভোজ পিতৃসিংহাসন পুনঃ প্রাপ্ত হইয় অসংখ্য পণ্ডিতগণকে আহবান করিয়া আনাইয়াছিলেন। আমরা “ভোজপ্রবন্ধে” কালিদাসের নামসহ নিম্নলিখিত পণ্ডিতগণের নাম প্রাপ্ত হইয়াছি – কপুর, কলিঙ্গ, কামদেব, কোকিল, ঐদচজ, গোপালদেব, জয়দেব, ( প্রসল্ল-রাঘব গ্রন্থকার ) তারেক্স, দামোদর, সোমনাথ, ধনপাল, বাণ, ভবভূতি, ভাস্কর, ময়ুর, মল্লিনাথ, মহেশ্বর, মাঘ, মুচুকুন্দ, রামচন্দ্র, রামেশ্বরভক্ত, হরিবংশ, বিদ্যাবিনোদ, বিশ্ববস্ব, বিষ্ণুকবি, শঙ্কর, সম্বদেব, শুক, সীতা, সীমস্ত, স্ববন্ধু ইত্যাদি। পণ্ডিত শেষগিরি শাস্ত্রী লিথিয়াছেন, বল্লালসেন *ভোজপ্রবন্ধ” ১২se খ্ৰীষ্টাব্দে রচনা করেন, ইহাতে বোধ হয়, তিনি, ভোজরাজ বিদ্যোৎসাহী ছিলেন বিবেচনায়, তাহার সম্মান বৃদ্ধির জন্ত কালিদাস, ভবভূতি প্রভৃতি কবিগণকে কেবল অম্বুমান করিয়াই ভোজের সভাসদ স্থির করিয়াছেন। "ভোজপ্রবন্ধে” এই সকল কবির নাম পাওয়া যায়, স্বতরাং উহা গ্রামাণিক গ্ৰন্থ কি প্রকারে ৰলিব ? এই ভোজরাজ “চম্পূরামায়ণ", "সরস্বতী কণ্ঠাভরণ, “অমরটীকা", “রাজ-বাৰ্ত্তিক”, “পাতঞ্জলিটীকা", এবং চারুচৰ্য্যা", রচনা করেন । এই সকল গ্রন্থের একখানির মধ্যেও তিনি কালিদাস, ভবভূতি প্রভূতির নামোল্লেখ कद्रव्रन नाहे ।