পাতা:রামদাস গ্রন্থাবলী প্রথম ভাগ.djvu/৫০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

文8 ঐতিহাসিক রহস্য -প্রথম ভাগ । গুরণ" নামক কালজ্ঞান-শাস্ত্র লিখেন। এ বিষয়টি "মেঘদূত" প্রকাশক বাৰু প্রাণনাথ পণ্ডিত মহাশয়ও ইংরাজী ভূমিকায় লিখিয়াছেন । কিন্তু “জ্যোতিবিদাত্তরণ” যে রঘুবংশকার কালিদাস-প্রণীত, এ বিষয় অন্ত কোন গ্রন্থে দেখিতে পাই না। তর্কবাচস্পতি মহাশয়ের মত-পরিপোষক “জ্যোতির্বিদাভরণের” কতিপয় শ্লোক হইতে কালিদাসের বিবরণ নিয়ে অনুবাদ করিয়া দিতেছি – “আমি এই গ্রন্থ শ্রুতি-স্মৃতি অধ্যয়নে প্রফুল্লকর এবং ১৮• নগরীসমন্বিত ভারতবর্ষের অন্তর্গত মালব প্রদেশে বিক্রমাদিত্যের রাজত্বকালে রচনা করিয়াছি Lগ । “শঙ্কু, বররুচি, মণি, অংশুদত্ত, জিষ্ণু, ত্ৰিলোচন, হরি, ঘটকপর, অমল্পসিংহ এবং অন্যান্ত কবিগণ র্তাহার সভার শোণ্ডবৰ্দ্ধন করিয়াছিলেন । ৮ । "সত্য, বরাহমিহির, শ্ৰীত সেন, শ্ৰীবাদরায়ণি, মণিপু, কুমারসিংহ এবং অামি ও অপর কয়েক ব্যক্তি জ্যোতিষ শাস্ত্রের অধ্যাপক ছিলাম। ৯ ।

  • ধন্বন্তরি, ক্ষপণক, অমর সিংহ, শঙ্কু, বেতালভট্ট, কটকপর, কালিদাস, স্ববিখ্যাত বরাহ মিহির এবং বররুচি বিক্রমের নবরত্বের অন্তর্বত্তী। ১• ।

“বিক্রমের সভায় ৮•• শত মাওলিক অর্থাৎ ক্ষুদ্র রাজা আগমন করিতেন এবং তাছার মহাসভায় ১৫ জন বাগ্মী, ১৯ জন জ্যোতিৰ্ব্বেত্ত, ৬ ব্যক্তি চিকিৎসক, এবং ১৬ ব্যক্তি বেদপারগ পণ্ডিত উপস্থিত থাকিতেন। ১১ ।

  • ৰ্তাহার সৈন্ত অষ্টাদশ ষোজন ব্যাপক স্থলে বাস করিত। তন্মধ্যে তিন কোটি পদাতিক এবং দশ কোটি অশ্বারোহী ছিল ; এবং ২৪৩•• হস্তী এবং ৪••••• নৌকা সৰ্ব্বদ প্রস্তুত থাকিত। তাহার সঙ্গে অন্য কোন ভূপতির তুলনা করা অসম্ভব। ১২।

“তিনি ৯৫ শক নৃপতিকে সংহার করিয়া পৃথ্বীতলে বিখ্যাত হইয়া, কলিযুগে আপন অন্ধ স্থাপন করেন। এবং তিনি প্রত্যহ মণি, মুক্ত, সুবর্ণ, গো, অশ্ব এবং হস্তী দান করিয়া ধৰ্ম্মের মুখ উজ্জল করিতেন। ১৩। • “তিনি দ্রাবিড়, লতা এবং গৌড়দেশীয় রাজাকে পরাজিত, গুর্জর দেশ জয়, ধারানগরীর সমুন্নতি এবং কাম্বোজাধিপতির আনন্দ বৰ্দ্ধন করিয়াছিলেন । ১৪ ।