পাতা:রামমোহন রায়-কেশবচন্দ্র চৌধুরী.djvu/১০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভূমিকা ভারতে যিনি নবযুগের প্রবর্তক, যাহার সর্বতোমূৰী প্রতিভার দীপ্তি আজ ভারতাকাশের চতুর্দিকে বিকীর্ণ হইতেছে, সেই ক্ষণজন্ম অস্তুতকৰ্ম্ম মহাপুরুষ রামমোহন রায়ের জীবন-চরিত সংক্ষিপ্ত আকারে প্রকাশিত হইল। কি ধৰ্ম্মবিষয়ক, কি সামাজিক, কি রাজনৈতিক, কি শিক্ষাসম্বন্ধীয়-ভারতের সর্ববিধ মঙ্গলকর ব্যাপারে তঁহারই হস্ত সুস্পষ্ট প্রতীয়মান হইতেছে। স্বদেশ-সেবা-ব্ৰতে দীক্ষিত বঙ্গীয় যুবকগণ যদি প্রকৃত মনুষ্যত্ব অর্জন করিয়া জননী জন্মভূমির মুখোজ্জল করিতে চাহেন, তবে এই মহাত্মার পদাঙ্ক অনুসরণে সচেষ্ট হউন। এমন উচ্চ আদর্শ কেবল ভারতে কেন, পৃথিবীর আর কোথায়ও দৃষ্ট হইবে না। প্রকাশক