পাতা:রামমোহন রায়-কেশবচন্দ্র চৌধুরী.djvu/১০০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পরিশিষ্ট । స్సె না থাকিলে আমরা নূতন প্রাণ উপার্জন করিতে পারি না। আমাদের প্রাণ না থাকিলে উদ্ভিজ্জ, পশু, পক্ষী, কীট প্রভৃতি অন্য প্রাণীরা আমাদিগকে গ্রহণ করিত। এ জগতে মৃত টিকিতে পারে না, জীবিতের মধ্যে বিলীন হইয়া যায়। রামমোহন রায় যদি দেখিতেন, আমাদের জীবন নাই, তবে পারসীক মৃতদেহের ন্তায় আমাদিগকে মৃতভবনে ফেলিয়া রাথিতে দিতেন, খৃষ্টধৰ্ম্ম প্রভৃতি অন্যান্য জীবিত প্রাণীর উদরস্থ হইতে দিতেন। কিন্তু তাহ না করিয়া তিনি চিকিৎসা মুরু করিয়া দিলেন। তিনি দেখিলেন, জীবন আমাদের মধ্যে আচ্ছন্ন হইয়া আছে, তাহাকেই তিনি জাগ্ৰত করিয়া তুলিলেন। আমাদের চেষ্টা হউক আমাদের এই জীবনকে সতেজ করিয়া তুলি, তবে আমরা ক্রমে বিদেশীয় সত্য আপনার করিতে পারিব। এইজন্তই বলি, প্রাচীন ঋষিদের উপনিষদের ব্রহ্মনাম উচ্চারণ করিয়া আমাদের দেশে ঈশ্বরের সিংহাসন প্রতিষ্ঠা করিয়া লই, সাৰ্ব্বভৌমিকত আপনিই তাহার মধ্যে বিরাজ করিবে। ঈশ্বর যেমন সকলের ঈশ্বর, তেমনি তিনি প্রত্যেকের ঈশ্বর ; যেমন তিনি জ্ঞানের ঈশ্বর, তেমনি তিনি হৃদয়ের ঈশ্বর ; তিনি যেমন সমস্ত জগতের দেবতা, তেমনি আমাদের গৃহদেবতা। তাছাকে রাজা বলিরাও দেখিতে পারি, তাহাকে পিতা বলিয়াও দেখ্রিতে প্রারি-L–কিন্তু পিত ঈশ্বর আমাদের বক্ত-নিষ্কার, তিনি_আমাদের হৃদয়ের যত