পাতা:রামমোহন রায়-কেশবচন্দ্র চৌধুরী.djvu/১০১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

సిఫి ब्रमिष्माझ्न ब्रॉब्र ! অভাব মোচন করেন, এমন রাজা ঈশ্বর_নহেন তেমনি ব্ৰহ্মই ভারতবর্ষের সাধনালন্ধ চিরন্তন আশ্রয়, জিহোব, গড় অথবা আল্লা সেরূপ নহেন। রামমোহন রায় হৃদয়ের উদারতাবশতই ইহা বুদ্ধিরছিলেন। সঙ্কীর্ণদৃষ্টি হইলে ভারতের এ মৰ্ম্মাস্তিক অভাব হয় ত তাহার চক্ষে পড়িত না। পিতামহ ঋষিরা যে ব্ৰহ্মকে বহু সাধনাত্বারা আবাহন করিয়া আমাদের ভারতবাসীর হৃদয়ের মধ্যে প্রতিষ্ঠিত করিয়াছিলেন, আমাদের হীনতা-অন্ধকারে যে ব্রহ্মের মূৰ্ত্তি এতদিন আচ্ছন্ন হইয়া আছে, রামমোহন রায় সেই ব্রহ্মকে আমাদের হৃদয়ে পুনঃপ্রতিষ্ঠিত করিতে উদ্যত হইয়াছেন, আমরা যদি তাহার সেই শুভসঙ্কল্প সিদ্ধ করি, তবেই তাহার চিরস্থায়ী স্মরণস্তম্ভ পৃথিবীতে স্থাপন করিতে পারিব। আমরা অগ্ৰে ভারতবর্ষের মন্দিরে সনাতন ব্রহ্মের প্রতিষ্ঠা করিব, অবশেষে এমন হইবে ষে, পৃথিবীর চারিদিক হইতে ধৰ্ম্মার্থীরা ভারতবর্ষের তীর্থক্ষেত্রে ব্রহ্ম-দৰ্শন-লাল •সায় দলে দলে আগমন করিতে থাকবে, তখনই রাজা রামমোহন রায়ের জয় । তিনি যে সত্যের পতাকা ধরিয়া, ভারতভূমিতে দাড়াইয়াছিলেন, সেই পুরাতন সত্যের জর। তখন সেই রামমোহন রায়ের জয়ে, ঋষিদের জন্মে, সত্যের জয়ে, ব্রহ্মের জয়ে, আমাদের ভারতবর্ষেরই জয় !