পাতা:রামমোহন রায়-কেশবচন্দ্র চৌধুরী.djvu/১৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রামমোহনঞ্জান্ন। প্রথম পরিচ্ছেদ। জন্ম ও পরিচয় । রামমোহন রায়, ১৭৭৪ খৃষ্টাবে, হুগলী জেলার অন্তর্গত খানাকুল কৃষ্ণনগরের নিকটস্থ রাধানগর গ্রামে জন্মগ্রহণ করেন। রামমোহনের বংশতালিকা পাঠ জানা যায়, এই বংশের আদিপুরুষ কান্তকুম্ভ হইতে পূৰ্ব্ব-বাঙ্গালার অন্তর্গত বাঙ্গালপাশ গ্রামে আসিয়া বাস করেন। পরে মুর্শিদাবাদ এবং তদনন্তর হুগলী জেলার ইহাদের বাসভূমি পরিবর্তিত হয়। রামমোহন রায়ের অতিবৃদ্ধ প্রপিতামহ পরশুরাম ব্রাহ্মণোচিত যজন-বাজনাদি কাৰ্য্য পরিত্যাগ করিয়া, বৈষয়িক উন্নতিকল্পে রাজকাৰ্য্য গ্রহণ করেন, এবং নবাবের নিকট হইতে “রায়” উপাধি প্রাপ্ত হন। তখন হইতে “রায়” উপাধি ইষ্ঠাদের বংশগত হইয়াছে। রামমোহনের প্রপিতামহ কৃষ্ণচন্দ্র বন্ধ্যে