পাতা:রামমোহন রায়-কেশবচন্দ্র চৌধুরী.djvu/১৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

శ్రీ রামমোহন রায় । পাধ্যায়ও নবারের অধীনে কাৰ্য্য করিতেন। মুর্শিদাবাদের অন্তর্গত শাকাস গ্রামে কৃষ্ণচন্দ্রের নিবাস ছিল। কথিত আছে, নবাব তাহাকে খানাকুল কৃষ্ণনগরের চৌধুরীদিগের জমিদারীর বন্দোবস্ত করিয়া দিবার জন্য তথায় প্রেরণ করেন । গোপীনাথের শ্ৰীপাট দর্শনে পরম বৈষ্ণব কৃষ্ণচন্দ্রের সেস্থান মনোনীত হওয়াতে, তিনি সন্নিহিত রাধানগরে আসিয়া বাস করেন। কৃষ্ণচন্দ্র একজন নিষ্ঠাবানু, ভক্ত বৈষ্ণব এবং সুদক্ষ রাজকৰ্ম্মচারী ছিলেন। র্তাহার তিন পুত্ৰ—হরিপ্রসাদ, অমরচন্দ্র ও ব্রজবিনোদ। কনিষ্ঠ ব্রজবিনোদ নবাব সিরাজউদৌলার অধীনে উচ্চ কৰ্ম্মে নিযুক্ত ছিলেন। তাহার প্রতি কোন অন্যায় ব্যবহার হওয়াতে, তিনি কৰ্ম্ম পরিত্যাগ করেন। ব্ৰজবিনোদের সাত পুত্র, তন্মধ্যে রামকান্ত রায় পঞ্চম। ইনিই রামমোহন রায়ের প্রতা। অন্তিমকালে ব্রজবিনোদকে গঙ্গাতীরস্থ করা হইলে, শ্রীরাম পুরের নিকটবৰ্ত্তী চাতরা-নিবাসী শুমি ভট্টাচাৰ্য্য, ভিক্ষার্থী হইয়া, তাহার নিকট উপস্থিত হইলেন। তিনি তাহার প্রার্থন পূর্ণ করিতে প্রতিশ্রুত হইলে, ভট্টাচার্য মহাশয় তাহার এক কন্যার সহিত ব্রজবিনোদের এক পুত্রের বিবাহের প্রস্তাব করিলেন । ভট্টাচাৰ্য্য মহাশয় শাক্ত ও ভঙ্গ কুলীন, অপর দিকে ব্ৰজবিনোদ গোড়া বৈষ্ণব ও মুরাইমেলের কুলীন ছিলেন। তিনি আর কি করেন ? প্রতিজ্ঞাভঙ্গের ভয়ে নিতান্ত অপ্রীতিকর