পাতা:রামমোহন রায়-কেশবচন্দ্র চৌধুরী.djvu/১৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রথম পরিচ্ছেদ । q. হইলেও এই প্রস্তাবে সন্মতি দিলেন। কিন্তু এই বিবাহে ছয় পুত্ৰই অসম্মতি জ্ঞাপন করিলেন, কেবল পঞ্চম পুত্র রামকান্ত প্রসঙ্গমনে পিতৃসত্য পালন করিবেন বলিয়া অঙ্গীকার করিলেন। এই রামকান্ত এবং ভট্টাচাৰ্য-নন্দিনী তারিণীদেবীই রামমোহনের छमक छमनौ । তারিণীদেবীকে লোকে ফুলঠাকুরাণী বলিয়া ডাকিত। ঠাকুরাণী যেমনি বুদ্ধিমতী, তেমনি ধৰ্ম্মামুরাগিণী ছিলেন। শাক্ত বংশে জন্মগ্রহণ করিলেও তিনি পরে বিষ্ণুমন্ত্রে দীক্ষিত হইয়াছিলেন । শেষ অবস্থায় তিনি ঐক্ষেত্রে যাত্রা করেন। তাহার নিষ্ঠা এমনি বলবতী ছিল যে, অবস্থার স্বচ্ছলতা সত্ত্বেও তিনি দীনবেশে পদব্রজে জগন্নাথ-দর্শনে গিয়াছিলেন, এবং সেখানে দাসীর দ্যায় স্বহস্তে সংমার্জনী দ্বারা জগন্নাথের মন্দির পরিষ্কার করিতেন । কোন সময়ে ফুলঠাকুরাণী, কনিষ্ঠপুত্র রামমোহনকে সঙ্গে লইয়া, পিত্রালয়ে গিয়াছিলেন। এক দিন শুীম ভট্টাচাৰ্য পূজার পর রামমোহনের হস্তে বিল্বপত্র প্রদান করিলেন। রামমোহন বালক-স্বভাববশতঃ তাহা চৰ্ব্বণ করিতে আরম্ভ করিলেন। বিষ্ণুমন্ত্রে দীক্ষিত তারিণীদেবী পুত্রের মুখ হইতে বিল্বপত্র ফেলিয়া দিলেন। ইহাতে পিতা ক্রুদ্ধ হইয়া কন্যাকে অভিসম্পাত করিয়া বলিলেন,—তোর পুত্র বিধৰ্ম্মী হইবে। কষ্ঠা এই অভিসম্পাত গুনিয়া কঁাদিতে আরম্ভ করিলেন। তখন