পাতা:রামমোহন রায়-কেশবচন্দ্র চৌধুরী.djvu/১৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ty ब्रांमtषांश्न ब्रांडू । ভট্টাচাৰ্য্য মহাশয় বলিলেন,-আমার কথা কিছুতেই ব্যর্থ হইবে না,তবে তোর পুত্র রাজপূজা অসাধারণ লোক হইবে।” রামকান্ত বৰ্দ্ধমান রাজ্যের কয়েকখানা গ্রাম ইঙ্গার লইয়ছিলেন। সেই সূত্রে রাজার সহিত র্তাহার কলহ উপস্থিত হয়। ইহাতে রামকান্ত সংসারের প্রতি বীতরাগ হইয়া, অতঃপর অধিকাংশ সময় তপ জপে কাটাইতেন ।