পাতা:রামমোহন রায়-কেশবচন্দ্র চৌধুরী.djvu/১৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Nড়াঁলাভ রামমোহন যথাসময় গুরুYজ্ঞশালা প্রেরিত হইলেন এবং গৃহে মৈৗলবীর নিকট পারস্ত ভাষা শিক্ষা করিতে লাগিলেন। তখন পারস্ত ভাষাই অর্থকরী রাজভাষা ছিল। রামমোহন আপনার অসাধারণ প্রতিভা ও স্মৃতিশক্তির সাহায্যে অল্প সময়ের মধ্যে পারস্ত ভাষায় পারদর্শিতা লাভ করিলেন। নবম বৎসর বয়সে আরবী ভাষা শিক্ষার জন্য রামমোহন পাটনায় প্রেরিত হইলেন এবং তিন বৎসরের মধ্যে উক্ত ভাষায় লিখিত কঠিন কঠিন শাস্ত্র ও কোরাণ পাঠ করিলেন। এই সকল গ্রন্থপাঠে তাম্বর প্রতিভা বৰ্দ্ধিত, বুদ্ধিবৃত্তি মার্জিত ও তর্কশক্তি তীক্ষুধার হইল। কোরাগ-পাঠে ও মুসলমান মৌলবীগণের সংসর্গে তাহার মূৰ্ত্তি-পূজার প্রতি বিশ্বাস তিরোহিত হইল। দ্বাদশবর্ষ বয়সে সংস্কৃত শিক্ষার জন্ত রামমোহন কাশীতে যাইয়া চতুষ্পাঠীতে প্রবেশ করিলেন এবং অল্প কালের মধ্যেই বেদান্ত প্রভৃতি শাস্ত্রে ব্যুৎপন্ন হইলেন। কোরাল-পাঠে র্তাহার মূৰ্ত্তি-পূজায় বিশ্বাস দূরীভূত হইয়াছিল, উপনিষদ পাঠে তাহার মনে ব্রহ্মজ্ঞান বদ্ধমূল হইল।