পাতা:রামমোহন রায়-কেশবচন্দ্র চৌধুরী.djvu/২০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তৃতীয় পরিচ্ছেদ। পর্য্যটন। রামমোহন রায় সংক্ষেপে যে আত্মজীবনী লিখিয়া গিয়াছেন, তাহাতে তিনি বলিয়াছেন – “আমার বয়স যখন ষোড়শ বৎসর, তখন আমি পৌত্তলিকতার বিরুদ্ধে একখানি পুস্তক রচনা করি। এ বিষয়ে আমার সহিত আত্মীয় স্বজনের মতান্তর উপস্থিত হওয়াতে, আমি দেশভ্রমণে প্রবৃত্ত হই, এবং নানা দেশ পর্য্যটন করিয়া, ব্রিটিস শাসনের প্রতি অত্যন্ত ঘৃণাবশতঃ ভারতের বহির্ভূত কয়েকটা দেশ পর্যটন করি। কুড়ি বৎসর বয়সে আমি পিতা কর্তৃক গৃহে আহুত হই। বাড়ীতে আসিয়া ইউরোপীয় শাস্ত্রপাঠে মনোনিবেশ করি, ইহাতে র্তাহাদের প্রতি আমার যে বিদ্বেষ ছিল, তাহ তিরোহিত হয়। আবার আমি পৌত্তলিকত, সহমরণ ও অন্যান্ত কুসংস্কারের বিরুদ্ধে দণ্ডায়মান হই, ইহাতে অনেকেই আমার বিপক্ষ-পক্ষ-অবলম্বন করেন, তজ্জন্ত পিতৃদেব পুনরায় প্রকাগুরূপে আমাকে বর্জন করেন। পিতার মৃত্যুর পর আমি অকুতোভয়ে অধিকতর সাহসেয় সহিত সমরজনে অবতীর্ণ হই । আমি ভ্ৰমাত্মক মত সকলের বিরুদ্ধে এই সময়ে মুদ্রান্ত্রেয় সাহায্যে নানা ভাষায় বহুসংখ্যক পুস্তক ও