পাতা:রামমোহন রায়-কেশবচন্দ্র চৌধুরী.djvu/২২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তৃতীয় পরিচ্ছেদ। 9 গিয়াছিলেন। ইহাতে র্তাহার কি স্বাধীনতা-পূহ, কি সত্যায়রাগ, কি অনুসন্ধিৎসাই প্রকাশ পাইতেছে ! তিনি তিব্বতে যাইয়া সেখানেও মূৰ্ত্তি-পূজার বিরুদ্ধে म७iब्रयांन इहेलन। शिनि गजाष्ट्रिब्रांtशद्र छछ शिंउ कईरु গৃহ-তাড়িত হইয়াছিলেন, তাহার পক্ষে তিব্বতে নর-পূজা দেখিয়া নীরব থাকা অসম্ভব। এই জন্ত তিনি সেখানেও বিপন্ন হন। অনেকে তাহার প্রাণ বিনাশের উপক্রম করিয়াছিল, কিন্তু কোমল-হৃদয়া তিব্বত-রমণীগণের দয়ায় তিনি সে যাত্র রক্ষা পান। তাহারা তাহাকে নানা বিপদ হইতে রক্ষা করেন। রাজা নিজে বলিয়াছেন, তিব্বতবাসিনী রমণীগণের সস্নেহ ব্যবহারের জন্য তিনি চিরদিন নারী-জাতির প্রতি শ্রদ্ধাবা ও কৃতজ্ঞ থাকিবেন।