পাতা:রামমোহন রায়-কেশবচন্দ্র চৌধুরী.djvu/২৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চতুর্থ পরিচ্ছেদ। ব্রতসাধন । চারি বৎসর কাল নানা দেশ পর্যটন করিয়া, রামমোহন গৃহে প্রত্যাবৃত্ত হইলেন। তাছাকে গৃহে ফিরাইয়া আনিবার জন্ত পিতা রামকান্ত উত্তর-পশ্চিমাঞ্চলে লোক প্রেরণ করিয়াছিলেন। সেই প্রেরিত লোকের সহিত রামমোহন গৃহে আগমন করিলেন। সন্তান-বৎসল জননী ও স্নেহার্দ্রহৃদয় পিতা অনেক দিন পরে পুত্রকে প্রাপ্ত হইয়া, আনন্দ-সাগরে নিমগ্ন হইলেন। * রামমোহন গৃহে প্রত্যাবৃত্ত হইয়া, নিষ্ঠ ও শ্রদ্ধার সহিত হিন্দুশাস্ত্র পাঠে মনোনিবেশ করিলেন। পাঠ্যাবস্থায় তাহার মনে যে একেশ্বরতত্বের বীজ অঙ্কুরিত হইয়াছিল, এখন বহুশাস্ত্রপাঠে সেই অঙ্কুর বিশ্বাসরূপ মহাবৃক্ষে পরিণত হইল। তিনি হিন্দুশাস্ত্ররূপ ক্ষীর সমুদ্র মন্থন করিয়া,ব্ৰহ্মজ্ঞানরূপ অমূল্য কস্তুভ প্রাপ্ত হইলেন। ব্ৰহ্মজ্ঞান তাহার চিত্তকে প্রসারিত, জ্ঞানকে মুনিৰ্ম্মল ও হৃদয়কে বলিষ্ঠ করিল। উত্তরকালে তিনি ব্ৰহ্মজ্ঞান-প্রচারের জন্ত যে মহা আহবে প্রবৃত্ত হইয়াছিলেন, এই সময়েই বিধাতা তাহাকে তাহার উপযোগী অস্ত্র, শস্ত্র ও বৰ্ম্মে সজ্জিত করিলেন ।