পাতা:রামমোহন রায়-কেশবচন্দ্র চৌধুরী.djvu/২৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চতুর্থ পরিচ্ছেদ । Y& তিনি শাস্ত্রপাঠে যে সত্য প্রাপ্ত হইতেন, পিতার সহিত তাহা ইয়া আলোচনা করিতেন। আলোচনা কখন কখন ঘোরর তর্ক বিতর্কে পরিণত হইত। পুত্রের এইরূপ প্রচলিত ধর্শ্বে স্থা দেখিয়া, পিতা রামকান্ত অত্যন্ত দুঃখিত ও ক্রুদ্ধ ইলেন। রামকান্ত মনে করিয়াছিলেন,—পুত্র চারি বৎসর বদেশে অসহায় অবস্থায় নানা ক্লেশ পাইয়া, যথেষ্ট শিক্ষা ইয়াছে, আর র্তাহার বিরুদ্ধাচরণ করিবে না ; তাহার আশা নিষ্ফল হইল। ইহাতে রামকাস্তের ক্রোধাগ্নি প্রবলতর হইয়া উঠিল। রামমোহন পুনরায় গৃহ হইতে তাড়িত হইলেন। এই সময়ে পিতা তাহাকে কিছু কিছু অর্থ সাহায্য করিতেন। রামকান্ত রায় ১২১০ সালে পরলোক গমন করেন। তখন রামমোহন গৃহে আসিয়া বাস করিতে লাগিলেন। কিন্তু অধিক দিন মুখে বাস করিতে পারিলেন না। জননী ফুলঠাকুরাণী, বিধৰ্ম্ম বলিয়, পুত্রকে সম্পত্তিচু্যত করিবার জন্য তাহার নামে সুপ্রীমকোর্টে মোকদম উপস্থিত করিলেন। এই মোকদ্দমাম্বু রামমোহন জয়লাভ করেন। কিন্তু বিধাতা যাহাকে অমূল্য ধৰ্ম্মধনে ধনী করিয়াছেন, পার্থিব চঞ্চল বিষয় তাহার মনকে কিরূপে তৃপ্তি প্রদান করিবে ? সুতরাং বিষয়-সম্পত্তির उॉब्र अननौव्र छैश्रृंद्र निद्र, उिनेि कळेिन श्रृंब्रिथम नझ्कांहग्न, একাগ্রচিত্তে আবার শাস্ত্রপাঠে নিযুক্ত হইলেন। তাহার