পাতা:রামমোহন রায়-কেশবচন্দ্র চৌধুরী.djvu/২৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পঞ্চম পরিচ্ছেদ। রাজসেবা । ২৪ বৎসর বয়সে রামমোহন রংপুরের কালেক্টর ডিগ্ৰী সাহেবের অধীনে কেরাণীগিরি কৰ্ম্ম গ্রহণ করেন। তাহার আত্মসন্মানবোধ অত্যন্ত প্রবল ছিল। তিনি কৰ্ম্ম গ্রহণের সময়ে প্রযুক্ত ডিগ্ৰী সাহেবের নিকট লিখাইয়া লইলেন যে, তিনি যখন কার্যোর জন্ত সাহেবের নিকট উপস্থিত হইবেন, তখন র্তাহাকে আসন দিতে হইবে, এবং সামান্ত আমলাদিগের প্রতি যেরূপ যখন তখন আদেশ করা হয়, তাহার প্রতি সেন্ধপ করা হইবে না। সাহেব চুক্তি-পত্রে এইরূপ স্বাক্ষর না করিলে, তেজস্ব রামমোহন এই কাৰ্য্য কখনই গ্রহণ করিতেন না। বিদ্যাবুদ্ধি, কৰ্ম্ম-কুশলতা ও কর্তব্যপরায়ণতার গুণে শীঘ্রই তিনি দেওয়ানি-পদ লাভ করিলেন। ক্রমে ডিগ্ৰী ও রামমোহনের মধ্যে প্রগাঢ় বন্ধুতা জন্সিয়াছিল। সাহেব শিল্পের ন্যায় রামমোহন রায়ের কোন কোন গ্রন্থ ভূমিকা সহ প্রকাশ করেন। । ब्रांभtभाश्म »४०० शृंटेॉक श्ठ s४०७ १ठेस *र्षीढ গবর্ণমেণ্টের চাকরী করেন। তন্মধ্যে দশ বৎসর রংপুর, ভাগলপুর, রামগড় এই কয়েকটি জেলায় দেওয়ানের কার্য্যে