পাতা:রামমোহন রায়-কেশবচন্দ্র চৌধুরী.djvu/২৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Ꮌby ब्रांमrमांश्न ब्रांश्च । নিযুক্ত ছিলেন। তখন ইংরাজ-অধিকারে দেওয়ানি-পদই দেশীয়ুদিগের পক্ষে উচ্চতম পদ ছিল। তিনি যে কিরূপ দক্ষতা, ন্যায়পরতা ও নিষ্ঠাসহকারে স্বীয় কর্তব্য সম্পাদন করিতেন, শ্ৰীযুক্ত নগেন্দ্রনাথ চট্টোপাধ্যায় প্রণীত রাজার জীবনচরিত হইতে উদ্ধৃত নিম্নলিখিত কয়েক পংক্তি পাঠ করিলে তাহ সহজেই বোধগম্য হইবে।–“তিনি ভূমির ন্তাধ্য রাজস্ব সুন্দরক্ষপে নিৰ্দ্ধারণ করিতে পারিতেন। বিশেষতঃ তিনি ধূৰ্ত্ত ও অন্যায়পরায়ণ আমী ও আমলাদিগের মিথ্যা হিসাবপত্র সহজে ধরিয়া দিতে পারিতেন বলিয়া ডিগ্ৰবি সাহেব অনেক ভ্রম হইতে রক্ষা পাইয়াছিলেন। এতদ্ভিন্ন তিনি ভূমির গুণাগুণ ও প্রকৃত অধিকারী নির্ণয় সম্বন্ধে যে সকল পরামর্শ দিয়াছিলেন, তাহাতে তিনি সাহেবের এতদূর প্রিয়পাত্র হন যে, সাহেব কৰ্ম্মোপলক্ষে যেখানে বাইতেন রামমোহন রায়কে সঙ্গে লইতেন। কেবল তাহা নহে, জিলার ভুমধিকারিগণ রামমোহনের দ্বারা এতদূর উপকৃত হইতেন যে, কৰ্ম্মোপলক্ষে স্থানান্তর গমনকালে র্তাহার তাহার প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করিতেন।”