পাতা:রামমোহন রায়-কেশবচন্দ্র চৌধুরী.djvu/২৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ষষ্ঠ পরিচ্ছেদ। ব্ৰত-উদ্‌যাপন। রামমোহন রায় প্রাণে যে সত্যলাভ করিয়াছিলেন, তাহার প্রচার না করিয়া, নীরব থাক, তাহার পক্ষে অসম্ভব ছিল। তিনি বিষয়-কাৰ্য্য হইতে অবসর গ্রহণ করিয়াই, দেশে আসিয়া ব্ৰহ্মজ্ঞান-প্রচার ও মূৰ্ত্তি-পূজার প্রতিবাদে প্রবৃত্ত হইলেন। আবার চারিদিকে অত্যাচার ও নির্যাতন আরম্ভ হইল। পুরুষসিংহ সেই সকল অত্যাচারের মধ্যে অচলবৎ দণ্ডায়মান থাকিয়, আপনার ব্রত উদ্যাপনে নিযুক্ত হইলেন। কিছুতেই তাহার পথে বিঘ্ন ঘটাইতে পারিল না। শত অত্যাচারেও র্তাহার অসীধারণ ধৈর্য্য ও সাহস পরাভব স্বীকার করিল না। রামজয় বটাল নামে এক ব্যক্তি চারি পাঁচ হাজার লোক একত্র করিয়া, এক দল গঠন করিল। ইহারা প্রভাতে রামমোহন রায়ের বাড়ীর নিকট কুকুট ধ্বনি এবং সন্ধাসমাগমে অন্তঃপুরে গোহাড় নিক্ষেপ করত। অবশেষে মিথ্য মোকদম সাজাইয়া রামমোহন রায়কে বিব্রত ও ক্ষতিগ্রস্ত করিতে চেষ্টা করিল, কিন্তু রাজার প্রেম ও ধৈর্য্য শক্রকুলের সমুদয় অপ্রেম ও অত্যাচারের উপর জয়লাভ করিল। এই সমমে ঘরে বাহিরে রামমোহন রায়ের প্রতি নিৰ্য্যাতন