পাতা:রামমোহন রায়-কেশবচন্দ্র চৌধুরী.djvu/৩৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

१७ রামমোহন রায় । মত ও পার্থক্য বিস্তুত হইয়া, একে অন্তকে আদিনপাশে আবদ্ধ করিবে। পৃথিবীর চারিদিকে তাহার শুভ লক্ষণ দেখা যাইতেছে। মিলনের জন্য নানারূপ আয়োজন ও অনুষ্ঠান श्ङtछ्। ७३ त्रां८ब्रांछन शङहे गझल श्रद, ब्रांभएषांश्म ब्रांtब्लग्न भश्ड्, रिएक्षषश् उङई उडुॉनिउ श्ब्रा खेरिब । cय अष्ट्रईएनब्र আরম্ভ ভাগীরথী-তীরে, তাহার পরিণতি পৃথিবীব্যাপী হইবে। বহুদেব-বাদ ও অবতার-বাদ পূর্ণ ভারতবর্ষে একেশ্বরবাদ প্রতিষ্ঠার জন্য রামমোহন রায়কে যেরূপ শাস্ত্র অধ্যয়ন ও পরিশ্রম করিতে হইয়াছিল,যেরূপধৈর্ঘ্যের সহিত বিপক্ষের মত সকল খণ্ডন করিতে হইয়াছিল,এবং সেই বাদ-প্রতিবাদে যেরূপ বিচিত্র যুক্তি কৌশল, বুদ্ধির প্রখরতা ও অপূৰ্ব্ব প্রতিভার পরিচয় প্রাপ্ত হওয়া গিয়াছিল, তাহা চিন্তা করিলে বিস্ময়াপন্ন হইতে হয়।