পাতা:রামমোহন রায়-কেশবচন্দ্র চৌধুরী.djvu/৩৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

* Gb রামমোহন রায় । বাল্যকাল হইতে অসাধারণ সত্যামুরাগ ছিল। এই{সত্যামুরাগের জন্তই তিনি ষোড়শবর্ষ বয়ঃক্রমকালে তিব্বতে গমন করিয়াছিলেন, এই সত্যামুরাগের জন্যই তিনি বহুভাষ শিক্ষা করিয়া, নানা-শাস্ত্র হইতে সত্যরত্ব আহরণ করেন। খৃষ্টীয় শাস্ত্র হইতে যিশুর উপদেশ সংগ্ৰহ করিয়া, তিনি “খৃষ্ট্রের উপদেশ– মুখ ও শাস্তিপথের নেতা” এই নামে ১৮২০ খৃষ্টাব্দে একখানি পুস্তক প্রচার করেন। ইহাতে তিনি ঈশ্বরের অলৌকিক ক্রিয়, বীণ্ডর রক্তে পাপীর ত্রাণ ইত্যাদি কুসংস্কারমূলক মত বর্জন করেন। পাদরীরা বিয়ুক্ত হইয়া উঠিলেন। প্রসিদ্ধ মার্সম্যান সাহেব প্রতিবাদ করিলেন। রামমোহন রায় উত্তর প্রকাশ করিলেন। উভয়পক্ষে বহু বাদ-প্রতিবাদ চলিল। মধ্যে রামমোহন রায় এক বিপদে পতিত হইলেন । র্তাহার এই সকল পুস্তক খৃষ্টানজিগের মিশনপ্রেসে ছাপান হইত, তাহারা আর ছাপিতে স্বীকৃত হইলেন না। রামমোহন রায় সহজে পশ্চাৎপদ হইবার লোক ছিলেন না। তিনি অক্ষরাদি প্রস্তুত করাইয়া, এক মুদ্রাযন্ত্র স্থাপন করি লেন। তাহার পুস্তক সকল ঐ ছাপাখানা হইতে প্রকাশিত হইতে লাগিল। রামমোছন রায় গ্রীক ও হিব্রু ভাষায় লিখিত भ्रूण दाश्त्रण श्रेरङ थशाल जेष्ठान्न कब्रि, घका मूख्ि প্রয়োগপূর্বক দেখাইয়া দিলেন, মার্সম্যান সাহেবের কথা, র্তাহার অবলম্বিত ধৰ্ম্মশাস্ত্রবিরুদ্ধ। মার্সম্যান সাহেব পরাজয়