পাতা:রামমোহন রায়-কেশবচন্দ্র চৌধুরী.djvu/৪২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অষ্টম পরিচ্ছেদ। সমাজ-সংস্কার । অতি প্রাচীনকাল হইতে হিন্দুসমাজে সতীদাহ-প্রথা প্রচলিত ছিল। আকবর প্রভৃতি কোন কোন মুসলমান সম্রাটু ইহা নিবারণের চেষ্টা করিয়াছিলেন, কিন্তু কৃতকাৰ্য্য হন নাই। লর্ড ওয়েলেসলির সময় হইতে এদিকে ইরাজ গবর্ণমেণ্টের দৃষ্টি আকৃষ্ট হয়। ১৮১২ খৃষ্টাৰে গবৰ্ণমেন্ট সতীদাহ সম্বন্ধে কতকগুলি নিয়ম বিধিবদ্ধ করেন। তখন লর্ড মিন্টে ভারতের গষ্ণুর জেনারেল। ক্রমে এই প্রথার বিরুদ্ধে ইংলণ্ডে আন্দোলন জয়ন্ত হইল। মাকুইস অব হেষ্টিংসের রাজত্বকালে সতীদাহের যে তালিকা সংগ্রহ করা হয়, তাহা ইংলণ্ডে প্রকাশিত হওয়ায়, ইংলণ্ডের জনসাধারণ এই মৃদংশ প্রথা নিবারণের আবশ্বকতা অনুভব করেন । পূৰ্ব্বে গভর্ণমেণ্ট সতীদাহ সম্বন্ধে যে সকল নিয়ম বিধিবদ্ধ করিয়াছিলেন, তাহার বিরুদ্ধে সতীদাহের পক্ষপাতীদল এক আবেদন-পত্র প্রেরণ করেন। রামমোহন রায় যৌবনকালে কোন স্ত্রীলোকের সহমরণ ব্যাপারে ভয়ঙ্কর নিষ্ঠুরতা দেখিয়া প্রতিজ্ঞা করিয়াছিলেন যে, যত দিন পর্য্যস্ত না উক্ত প্রথা রহিত