পাতা:রামমোহন রায়-কেশবচন্দ্র চৌধুরী.djvu/৪৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

లిస్క్రి রামমোহন রায়। করিয়া লাট বাহাদুরকে বলিবেন, আমার রাজদরবারে উপস্থিত হওয়ার অবকাশ ও ইচ্ছা নাই।” এডিকং রামমোহন রায়ের বক্তব্য লাটসাহেবকে জানাইলেন। লর্ড বেটিঙ্ক জিজ্ঞাসা করি লেন, “আপনি তাহাকে কি বলিয়াছিলেন ?” তদুত্তরে এড়িকং বলিলেন, “আমি বলিয়াছিলাম—গবর্ণর জেনারেল লর্ড উইলিয়ম বেটিঙ্কের সহিত একবার দেখা করিলে, তিনি অত্যন্ত ৰাধিত হইবেন।” এই কথা শুনিয়া সদাশয় বেটিঙ্ক বাহাদুর এডিকংকে বলিলেন, “আপনি আবার রামমোহন রায়ের নিকট গমন করিয়া বলুন যে, “আপনি দয়া করিয়া মিষ্টার উইলিয়ম বেটিঙ্কের সহিত সাক্ষাৎ করিলে, তিনি অত্যন্ত বাধিত হইবেন ।” এড়িকগুনরায় রামমােহন ब्रांद्रभूद्भ নিকট গমন করিয়া, ঐরূপ বলিলেন। রামমোহন রায় লাট সাহেবের প্রৰল আগ্রহ ও ভদ্রতা দেখিয়া মুগ্ধ হইয়া গেলেন এবং লর্ড উইলিয়ম বেন্টিঙ্কের সহিত সাক্ষাৎ করিলেন। এই সাক্ষাতের ফলেই সতীদাহের চিতনল চিরকালের জন্য নির্বাপিত হইল। a ১৮২৯ খৃষ্টাব্দের ৪ঠা ডিসেম্বর তারিখে আইনদ্বার সতীদাহপ্রথা নিবারিত হইল। ইহাতে হিন্দুসমাজে হুলস্থল পড়িয়া গেল। সতীদাহের পক্ষপাতিগণ রাজার উপর খঙ্গহস্ত হইলেন। রাজাকে এজন্ত সৰ্ব্বদা সতর্ক হইয়া চলিতে হইত। তিনি তরুণবয়সে ভাগীরথী তীরে দণ্ডায়মান হইয়া, যে নিষ্ঠুর প্রথা