পাতা:রামমোহন রায়-কেশবচন্দ্র চৌধুরী.djvu/৪৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অষ্টম পরিচ্ছেদ । చి: রাজ-শক্তির আশ্রয় গ্রহণের প্রয়োজনীয়তা হৃদয়ঙ্গম করিয়াছিলেন। তৎপরে আমাদের দেশের নারীগণের দাম্বাধিকার সম্বন্ধে যে অন্যায় ব্যবস্থা দেখা যায়, রাজা তাহার বিরুদ্ধেও সতেজে লেখনী চালনা করেন। এ সম্বন্ধে যে তিনি কেবল যুক্তিই অবলম্বন করিয়াছিলেন, এমন নয়, শাস্ত্রীয় অকাট্য প্রমাণ দ্বারা আপনার মত সমর্থন করিয়াছিলেন। রাজা এই প্রসঙ্গে ইহাও প্রদর্শন করেন যে, ইউরোপীয় দায়ভাগ অপেক্ষ প্রাচীন হিন্দু শাস্ত্রের ব্যবস্থা সকল যেমন অধিকতর ন্যায়সঙ্গত, তেমনই সমীচীন। যে প+গ্রহণ-প্রথা বর্তমান সময়ে হিন্দুসমাজের বক্ষে পৈশচিক মৃত্য করিতেছে, ধাঁহার নিষ্ঠুর প্রতাপে মানব হৃদরের त्राडाबिक मद्र, मात्र, आग्नेोब्रड अङ्कड़ि कायण उव ७ সম্বন্ধ সকল বিনষ্ট-প্রায় হইয়াছে, রামমোহন রায় সেই প্রথানিবারণের জন্তও যথাসাধ্য চেষ্টা করিয়াছিলেন। তিনি শাস্ত্র হইতে ভূরি ভূরি প্রমাণ উদ্ধৃত করিয়া, প্রদর্শন করেন যে, প+গ্রহ4প্রথা হিন্দুশাস্ত্র বিরুদ্ধ। আমাদের সমাজের এমন কোন্‌ কুগ্ৰথা আছে, যাহার বিরুদ্ধে রাজা সমর-ঘোষণা করেন নাই ? যে জাতিভেদ-প্রখ ভারতের পরাধীনতার কারণ, শিল্প-বাণিজ্যের উন্নতির অন্তরায়, ७द९ ceयटबब्र नंज्ज, ब्रांभरमांश्न ब्रांब्र cगहे मशं अनिटेकब्र