পাতা:রামমোহন রায়-কেশবচন্দ্র চৌধুরী.djvu/৫৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8Ե রামমোহন রায় । পূর্ণ, সেইরূপ বিশুদ্ধ রাগ-রাগিণী সমন্বিত। কলাবতের উহা সমাদর পূর্বক গাহিয়া থাকেন।” রামমোহন রায় ১৮২১ খৃষ্টাবে সংবাদকৌমুদী নামক একখানা পত্রিকা প্রকাশ করেন। ইহাতে ইতিহাস, রাজনীতি, বিজ্ঞান, ধৰ্ম্মসম্বন্ধীয় প্রবন্ধাবলী প্রকাশিত হইত। ইহার পূৰ্ব্বে বাঙ্গালী ভাষায় ঐ শ্রেণীর পত্রিক আর প্রকাশিত হয় নাই। তিনি একখানা ভূগোল লিখিয়াছিলেন। কিন্তু তাহার নাম ভূগোল ছিল না—ইংরাজী জিওগ্ৰাকী শব্দের অনুকরণে—জাগ্রাহী রাখা হইয়াছিল। জ্যা শব্দের অর্থ ভূপৃথিবী। তিনি খগোল, ক্ষেত্রতত্ত্ব প্রভৃতি পুস্তকও প্রণয়ন করিয়াছিলেন ।