পাতা:রামমোহন রায়-কেশবচন্দ্র চৌধুরী.djvu/৫৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দশম পরিচ্ছেদ। রাজনীতি-চর্চা । রামমোহন রায় রাজা ও প্রজার কল্যাণের জন্ত রাজ ভারতের রাজনীতিজ্ঞগণ যে যে বিষয় লইয়া আন্দোলন করিতেছেন, বহুপূৰ্ব্বে রামমোহন অহার_সূচনা করিয়া গিয়াছেন। রাজনীতিক্ষেত্রেও তিনি এদেশবালিগণের প্রথ্রপ্রদর্শক। রামমোহন রায় রাজনৈতিক আন্দোলনের জন্ত বাঙ্গালা ও পারস্ত ভাষায় দুই খান সংবাদ পত্র প্রকাশ করেন। বাঙ্গাল খানার নাম ‘সংবাদকৌমুদী। এই পত্র একদিকে যেমন শিক্ষার বিস্তার করিয়াছিল, অপর দিকে তেমনি জন-সাধারণকে রাজনৈতিক আন্দোলনের প্রয়োজনীয়তা ও উপকারিত बूढा३म्न रिउ नक्म श्रेव्राश्णि। যাহাতে এদেশে মুদ্রান্ত্রের স্বাধীনতা প্রতিষ্ঠিত হয়, তজষ্ঠ তিনি আন্দোলন উপস্থিত করেন। গবর্ণর জেনারেলের নিকট এ সম্বন্ধে যে স্বযুক্তিপূর্ণ আবেদন পত্র প্রেরিত श्झ, ब्रांभाभांश्महे उांशंद्र ब्रकृब्रिङ । उिनि ¢हे वाप्नলনে প্রবৃত্ত হওয়াতে, অনেক উচ্চপদস্থ সন্ধান্ত ইংরাজ র্তাহার প্রতি বিরক্ত হইয়াছিলেন।