পাতা:রামমোহন রায়-কেশবচন্দ্র চৌধুরী.djvu/৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভারত-গৌরব-গ্রন্থাবলী यांमांtनग्न छब्रडूमिब्र गश्व इ#शी गारु७ ७rमान थभन সকল মহাত্মা জন্মগ্রহণ করিয়াছেন, যাহারা পৃথিবীর যে কোন দেশের পক্ষেই গৌরবস্থানীয় হইতে পারিতেন । এই সকল মহাত্মার জীবনের সুশিক্ষা এদেশীয় যুবকগণের চরিত্রগঠনের পক্ষে বিশেষ প্রয়োজনীয়। স্বদেশ-সেবা-ব্ৰতে দীক্ষিত বঙ্গীয় যুবকগণ যতই এই সকল মহাত্মার পদাঙ্ক অনুসরণ করিয়া কঠিন কৰ্ত্তব্যের পথে উৎসাহ ও নিষ্ঠার সহিত অগ্রসর হইতে পরিবেন, ততই তাহার স্বদেশের মুখোজ্জল করিতে সক্ষম হইবেন, সন্দেহ নাই। এই শুভ উদ্দেশু সংসাধনকল্পে আমরা— —ভারত-গৌরব-গ্রন্থাবলী— নামে দেশের প্রকৃত উজ্জ্বলরত্ন স্বরূপ মহাত্মাদিগের জীবনচরিত ধারাবাহিকরূপে প্রকাশ করিবার সঙ্কল্প করিয়াছি। এই সকল জীবন-চরিত সংক্ষিপ্ত হইলেও, ইহাতে আলোচিত মহাপুরুষদিগের জীবনের যাহা কিছু মহৎ ও গৌরবের বস্তু—অর্থাৎ আমাদের জাতীয় চরিত্র গঠনের পক্ষে যাহা কিছু বিশেষ উপযোগী, তাহ সমস্তই পুঙ্খানুপুঙ্খরূপে লিপিবদ্ধ হইবে। এইজন্ত বঙ্গের বহুসংখ্যক কৃতীসন্তান লেখনী ধারণ করিয়াছেন। [ অপর পৃষ্ঠা দেখুন।