পাতা:রামমোহন রায়-কেশবচন্দ্র চৌধুরী.djvu/৬০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দশম পরিচ্ছেদ । ☾Ꮌ জমিদারদিগের চিরস্থায়ী বন্দোবস্ত হইবে, সেইরূপ প্রজাগণের সহিতও জমিদারদিগের চিরস্থায়ী বন্দোবস্ত হওয়া প্রয়োজন । রামমোহন রায়ের প্রস্তাবানুসারে কার্য্য হইলে, জমিদারগণ যথেচ্ছভাবে প্রজাগণের খাজনা বৃদ্ধি করিতে পারতেন না। ইতর শ্রেণীর ইংরাজগণ এদেশে উপনিবেশ স্থাপন করিলে কি ক্ষতি হইবে, রাজা তাহ প্রদর্শন করেন। তবে সুশিক্ষিত ও ধনশালী ইংরাজগণ এখানে আসিয়া বাস করিলে, দেশের অনেক টাকা দেশেই থাকিয়া যাইতে পারে। মুসলমান রাজত্বে আমাদের দেশের অর্থ দেশেই থাকিয়া যাইত। ইংরাজের শাসন-গুণে সৰ্ব্বত্র শাস্তি বিরাজ করিতেছে বটে, কিন্তু র্তাহাদের শোষণের ফলে এদেশ ক্রমশঃ দীন হইতে দীনতর হইয়া পড়িতেছে। এদেশের লোক বিদেশে যাইয়া, উপনিবেশ স্থাপন করিয়া, অর্থাদি উপার্জন করে, ইহাও রাজার একান্ত वडिलांश झिल । - যাহাঁদের হাতে রাজবিধি প্রণয়নের ভার থাকিবে, তাহার প্রজাবৃন্দের নিয়োজিত প্রতিনিধি হইবেন, রাজা এইরূপ প্রস্তাব করিয়াছিলেন। এই প্রতিনিধিমূলক শাসন-প্রণালীই प्रांप्रज्वर्थींगटनद्र डिखि ! আমাদের জাতীয় মহাসমিতি শাসন ও বিচার ৰিভাগ’ পৃথক করিবার জন্য বহু দিন হইতে চেষ্টা করিতেছেন। প্রায় ৭• বৎসর পূৰ্ব্বে রাজা এই কল্যাণকর প্রস্তাব উত্থাপিত করিয়া