পাতা:রামমোহন রায়-কেশবচন্দ্র চৌধুরী.djvu/৬৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

敬8 রামমোহন রায় । দৃষ্টি আকর্ষণ করিবার জন্ত প্রয়াল পাইতেছেন। রামমোহন রায় অনেক পূৰ্ব্বে ইংলণ্ডে বাসকালে এজন্য যথেষ্ট পরিশ্রম করিয়াছিলেন। ইহার জন্য তিনি পুস্তক প্রচার, প্রধান প্রধান লোকের সহিত সাক্ষাৎ ও আলাপ, এবং অনেকের সহিত পত্ৰাদির আদান প্রদান করিয়াছিলেন। আইন-প্রণয়ন সম্বন্ধে রামমোহন রায় বলেন,—“আইনপ্রণয়নের পূর্বে তৎসম্বন্ধে প্রজার মত গ্রহণ করা উচিত। প্রজার মনের ভাবের প্রতি প্রজাহিতৈষী রাজার শ্রদ্ধা থাকা উচিত।” রাজপুরুষগণ এই মুনীতি বিস্তৃত হইয়া, দেশে কত বিপ্লব ও বিশৃঙ্খলা আনয়ন করিতেছেন। আদালত সম্বন্ধে রাজা বলিতেছেন,—“সুপ্রীমকোর্ট গবর্ণমেণ্টের অধীন থাকা উচিত নহে। স্বপ্রমকোর্ট যদি গবর্ণমেণ্টের ইঙ্গিত অনুসারে চলেন, তবে দেশে স্কায়বিচারের আশা কোথায় ? এই সুপ্রীমকোর্টই কালে হাইকোর্টে পরিণত হইয়াছে। জুরি প্রথা সম্বন্ধে রাজার মত এই যে, “ভারতবর্ষে প্রাচীনকালে পঞ্চায়ত দ্বারা বিচার-কাৰ্য্য নির্বাধিত হইত। তাহ রহিত না করিয়া, সেই পঞ্চাতী-প্রথ, জুরির আকারে পরিবৰ্ত্তিত করা কৰ্ত্তব্য।” sgsmæssimas