পাতা:রামমোহন রায়-কেশবচন্দ্র চৌধুরী.djvu/৬৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

একাদশ পরিচ্ছেদ। স্বাধীনতা । রামমোহন রায়ের হৃদয়ে যে আশ্চৰ্য্য স্বাধীন ভাব ছিল, স্বাধীনতার প্রতি তাহার যে ঐকান্তিক অনুরাগ ছিল, তাহ চিন্তা করিলে বিস্থিত হইতে হয়। এ সম্বন্ধে তাহার উদার হৃদয়ে স্বদেশ বিদেশে কোন ভেদ ছিল না। কোন দেশ ন্তার ও স্বাধীনতার সমরে জয়লাভ করিয়াছে শুনিলে, রামমোহন রায় আনন্দে বিহ্বল হইয়া পড়িতেন। ১৮২১ খৃষ্টাবো স্পেনদেশে নিয়মতন্ত্র শাসন-প্রণালী সংস্থাপিত হইল। কোথায় স্পেন, জার কোথায় বঙ্গদেশ | রামমোহন রায় এই প্রিয় সংবাদ পাইয়া, আনন্দে অধীর হইয়া, নিজব্যয়ে টাউনহলে এক প্রকাগু ভোজের আয়োজন করিলেন। পর্তুগাল নিয়মতন্ত্র শাসন-প্রণালী লাভ করিল, তাহার হৃদয় আননো উজ্জ্বলিত হইয়া উঠিল। গ্রীকের তুরস্কদিগের অধীনতা ও অত্যাচার হইতে মুক্ত হইবার জন্ত সমর ঘোষণা করিল, রামমোহন রায় ঠিক এক জন গ্রীকের ন্তায় সৰ্ব্বাস্তঃকরণে গ্রীসের জয় কামনা করিতে লাগিলেন। কলিকাতায় সংবাদ আসিল, নেপল্ল্বাসিগণ স্বাধীনতার যুদ্ধে পরাজিত श्रेष्उटाइन ? ॐशब मन अवगन्न श्रेष्ठ अफ्गि,-गरुण शूटिं, जरुल जांएषान अखहिंठ इऍण ! शंॉक्ल चक्रूकोएब्र उँीशंद्र