পাতা:রামমোহন রায়-কেশবচন্দ্র চৌধুরী.djvu/৬৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

敬敏 রামমোহন রায় । বদনমগুল আচ্ছন্ন হইল! সেইদিন মিঃ বকল্যাও, নামক একজন ইংরাজের সহিত র্তাহার দেখা করিবার কথা ছিল ; এই ঘটনায় তাহার হৃদয়ে এমনই আঘাত লাগিয়াছিল যে, সাহেবের সহিত দেখা করিতে তিনি সমর্থ হইলেন না। পত্রের দ্বারা তাহাকে মনের ভাব জানাইলেন । কি স্বাধীনতা ! কি विश्वजनैौन ¢Gयंभ ! कि श्रां★करीं यश्रु ! রোমান ক্যাথলিকগণ পূৰ্ব্বে পালেমেণ্ট মহাসভায় প্রবেশ, কি গবর্ণমেণ্টের অধীনে কোন কৰ্ম্মগ্রহণ করিতে পারিতেন না। এই অন্যায় আইন রহিত হইলে, রামমোহন রায় অতিশয় আনন্দ প্রকাশ করিয়াছিলেন । রাজা ইংলণ্ডে যাইতে যাইতে, পথিমধ্যে নেটালের বন্দরে শুনিতে পাইলেন যে, স্বাধীনতার বিজয়-পতাকা বক্ষে ধারণ कब्रिञ्चl, ७कषांनी झब्रांनौ छांशंछ यांऐउटह । eनिदांभांख রামমোহনের হৃদয় উল্লাসে উদ্বেলিত হইয়া উঠিল। প্রাণের আবেগে, ব্যস্তভাবে সেই পতাকাকে অভিবাদন করিতে যাইর, তাহার পা ভাঙ্গিয় গেল! ফ্রান্স র্তাহার জন্মভূমি নয়, সেখানে তাহার কোন আত্মীয় নাই, অথচ রাজার হৃদয় ফরাণীর স্বাধীনতা-পতাকা দর্শন ও অভিবাদন করিবার জন্ত এত ব্যাকুল ! পরাধীন দীনহীন দেশে রামমোহন কি স্বাধীন আত্মা লইয়াই জন্মগ্রহণ করিয়াছিলেন ! যিনি বিদেশীয় শাসনের প্রতি ঘৃণাবশত: ষোড়শ বৎসর বয়ঃক্রম-কালে,