পাতা:রামমোহন রায়-কেশবচন্দ্র চৌধুরী.djvu/৬৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

একাদশ পরিচ্ছেদ । to ভারতবর্ষ ত্যাগ করিয়া স্বাধীন-দেশে প্রস্থান করিয়াছিলেন ; কুসংস্কারের দৃঢ়বন্ধন যাহার আত্মাকে কখনও বন্ধন করিতে পারে নাই; তিনি ষে স্বাধীনতার প্রতি এতদূর সম্মান প্রদর্শন করিবেন, তাহাতে আর বিচিত্র কি ! রাজা যখন ইংলণ্ডে, তখন "রিফরম্ বিল” লইয়া সেখানে বিভিন্ন দলে বিরোধ উপস্থিত হয়। রাজা একখানি পত্রে তৎসম্বন্ধে বলিতেছেন,—“এই বিরোধ কেবল সংস্কারক ও ংস্কার-বিরোধীদিগের মধ্যে নহে, স্বাধীনতা ও পরাধীনতার পৃথিবীব্যাপী বিরোধ—ইহা ন্যায় ও অন্তায় এবং ধর্ম ও অধৰ্ম্মের বিরোধ। অতীতের ইতিহাস উচ্চৈঃস্বরে ঘোষণা করিতেছে যে, অত্যাচারী শাসনকর্তৃগণ অন্যায়পুৰ্ব্বক বাধাপ্রদান করিলেও ধৰ্ম্ম ও রাজনীতির উদারমত সকল ক্রমে ক্রমে অথচ দৃঢ়রূপে প্রতিষ্ঠিত হইবে।” যাহাতে এই বিল পাশ হয়, তাহার জন্য র্তাহার আস্তরিক আকাজ ছিল এবং পাশ হইলে পর তাহার অত্যন্ত আনন্দ হইয়াছিল। তিনি তাহার এক বন্ধুকে লিখিছিলেন,—“আমি প্রকাশুরূপে ব্যক্ত করিয়াছিলাম যে, রিফরম্ বিল পাশ না হইলে, আমি এ দেশ ত্যাগ করিব।” ষে দেশে দ্যায়ের সম্মান নাই, সত্যের আদর নাই, সেই দেশ স্বাধীন হইলেও তাহ রামমোহন রায়ের নিকট কারাগার বলিয়া মনে হইত। এই জন্ত তিনি বাল্যকালে ভারতবর্ষ ত্যাগ করিয়াছিলেন, এবং