পাতা:রামমোহন রায়-কেশবচন্দ্র চৌধুরী.djvu/৬৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Ely রামমোহন রায় । শেষজীবনে রিফরম্ বিল পাশ না হইলে, সেই মুহূর্তে ইংলণ্ড ত্যাগ করিৰেন বলিয়, সংকল্প করিয়াছিলেন। ভারতের ভবিষ্যৎ সম্বন্ধে রাজার আশা ও মত কি ছিল, তাছা জানা দরকার। যে ঔপনিবেশিক শাসন-প্রণালী লাভের জন্ত, ভারতবর্ষে নৰ উদ্যম দেখা দিয়াছে, শ্ৰীযুক্ত দাদাভাই মেীরজী সেদিন যে স্বরাজের সঞ্জীবন-মন্ত্র ভারতবাসীর কর্ণে ॐॉन कब्रिड्रांtइन, मशंग्र ब्रांछ ब्रांभामांश्न ब्रांइ dयंॉब्र ৭৫ বৎসর পূৰ্ব্বে তাহা পরিষ্কাররূপে ব্যক্ত করিয়া গিয়াছেন। ইংরাজ-রাজত্বে পরিণামে ভারতের কি অবস্থা হইবে, সে সম্বন্ধে রামমোহন বলিয়াছেন,—“কেনাডার সহিত ইংরাজের যেরূপ রাজনৈতিক সম্বন্ধ, ভারতবর্ষের সহিত ইংলণ্ডের সেইরূপ সম্বন্ধ নিবদ্ধ হওয়া প্রার্থনীয়। এদেশ সভ্যতা ও জ্ঞানে উন্নত হইয়া, ইংলণ্ডের উপনিবেশ সকলের স্থায় স্বাধীন অবস্থা প্রাপ্ত হইবে।” রাজার অন্তান্ত ভবিষ্যদ্বাণীর স্থায়, এ বাণীও এক দিন সফল হইবে বলিয়া, আমরা বিশ্বাস করি ; এবং ইতিমধ্যেই তাহার পূর্ব লক্ষণ দেখা যাইতেছে। সমাজ, ধৰ্ম্ম, ভাষা, রাজনীতি এমন কোন বিষয় মাই, যাহার সংস্কার ও উন্নতির জন্য রাজা আপনার শক্তি নিয়োগ করেন নাই। বর্তমান সময়ে ভারতবর্ষে যত প্রকার অনুষ্ঠান ও সংস্কারের চেষ্টা দেখিতেছি, রাজা ত্বাহানের সকলেরই উৎসস্বরূপ ছিলেন। কেবল কি ভাই—তিনি একজন বহভাষা