পাতা:রামমোহন রায়-কেশবচন্দ্র চৌধুরী.djvu/৬৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

একাদশ পরিচ্ছেদ । (ఫి ভিজ্ঞ মহাপণ্ডিত, শব্দ ও সাহিত্য-শাস্ত্রবিৎ অধ্যাপক, স্বক্ষবুদ্ধিসম্পন্ন দার্শনিক, বিচক্ষণ রাজনীতিজ্ঞ ও বিষয়-বুদ্ধিসম্পন্ন ব্যক্তি ছিলেন। র্তাহার সর্বতোমুখী প্রতিভ, গভীর জ্ঞান, স্বাধীনতা, তেজস্বিত, সত্যাকুরাগ ও কাৰ্য্যশক্তি চিন্তা করিলে, বিস্ময়সাগরে নিমগ্ন হইতে হয়। কি অসাধারণ শক্তিসম্পন্ন করিয়াই, বিধাত তাহাকে এই শক্তিহীন দেশে প্রেরণ করিয়াছিলেন । তাহার স্তায় আলোকসামান্ত ব্যক্তি ভূমণ্ডলে আর দেখিতে পাওয়া যায় না।