পাতা:রামমোহন রায়-কেশবচন্দ্র চৌধুরী.djvu/৬৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বাদশ পরিচ্ছেদ। বিদেশ যাত্রা। ভবিষ্য ভারতের সর্ব বিষয়ে পথ-প্রদর্শক করিয়া, বিধাতা যাহাকে সৃষ্টি করিয়াছিলেন, তিনি বিলাত-বাত্রা সম্বন্ধেও শিক্ষিত সমাজের অগ্রণী হইলেন। এদেশের কার্ঘ্য যখন শেষ হইল, তখন বিধাতা তাহাকে জীবনের শেষ কাৰ্য্য সম্পন্ন করাইবার জন্ত, ইউরোপে প্রেরণ করিলেন। হুর্ঘ্য যেমন পূৰ্ব্বকাশে উদিত হইয়া, পশ্চিমাকাশে অস্তমিত হয়, তেমনই ভারত-স্বর্য রামমোহনও পূৰ্ব্বদেশে উদিত হইয়া, পাশ্চাত্যদেশে অস্তগমন করিলেন! * অনেক দিন হইতে রামমোহন রায়ের বিলাত গমনের ইচ্ছা ছিল। তিনি স্বরচিত জীবন চরিতে এ সম্বন্ধে বলিয়াছেন,-“এই সময়ে ইউরোপ দেখিতে আমার বলবতী ইচ্ছা জন্মিল। তত্ৰত্য আচারব্যবহার, ধৰ্ম্ম ও রাজনৈতিক অবস্থা সম্বন্ধে অধিকতর জ্ঞানলাভ করিবার জন্ত, স্বচক্ষে সকল দেখিতে বাসনা করিলাম। যাহা হউক, যে পৰ্য্যন্ত আমার মতাবলম্বী বন্ধুগণের দলবল বৃদ্ধি না হয়, সে পৰ্য্যন্ত আমার অভিপ্রায় কার্যো পরিণত করিতে ক্ষান্ত থাকিলাম।” এখন তিনি তাহার আয়োজনে প্রবৃত্ত হইলেন। এই সংবাদ