পাতা:রামমোহন রায়-কেশবচন্দ্র চৌধুরী.djvu/৭০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

স্বাদশ পরিচ্ছেদ । ు প্রচার হওয়ায়, চারিদিকে বিষম আন্দোলন ও কোলাহল आब्रछ इंहेन । झे इंख्छि cरुणनि नूठन गनक-गांख् করিবেন ; ইহাতে ভারতের ভাবী শাসন-প্রণালী বন্থকালের জন্য নিৰ্দ্ধারিত হইবে, এবং সতীদাহ সম্বন্ধে প্রিভি-কাউদিলে আপীল হইবে বলিয়, তিনি ১৮৩০ খৃষ্টাব্দের নবেম্বর মাসে ইংলণ্ডে যাত্রা করেন। ইষ্ট ইণ্ডিয়া কোম্পানি দিল্লীর বাদসাহের কয়েকট অধিকার হরণ করিয়াছিলেন ; ইহার বিরুদ্ধে আন্দোলন করিবার ভারও তাহার প্রতি অৰ্পিত হয় । দিল্লীয় বাদসাহ তাহাকে সনন্দদ্বারা "রাজা” উপাধি প্রদান করেন। আত্মীয়-স্বজন ও অন্যান্ত লোক তাহার বিলাত গমনে ৰাধ৷ প্রদান করিতে লাগিলেন। যিনি জীবনের ব্ৰত উদযাপন করিতে যাইয়া, কোন বাধাকেই বাধা বলিয়া মনে করেন নাই, যিনি শত শত বাধা বিস্ত্রের মধ্য দিয়া, আপনার সাধনাকে সিদ্ধির গৌরবময় লক্ষ্যের দিকে লইয়া গিয়াছেন, সেই পুরুষ-সিংহের গতিরোধ করে, কাহার সাধ্য ? বাধাপ্রাপ্ত হইলে, তাহার উৎসাহ ও হৃদয়ের বল শতগুণ বৃদ্ধি পাইত। সংগ্রামেই তাহার আনন্দ ছিল, বিশ্রাম ও সংগ্রামহীনতা তাহার নিকট মৃত্যুর লক্ষণ বলিয়া মনে হইত। তিনি অগ্নিমন্ত্রে দীক্ষিত ছিলেন । সেই জন্ত বিলাতযাত্রার কোন বাধাই গ্রাহ করিলেন না। সম্পত্তি চুতির ভয়ে তিনি সংকল্পচ্যুত হইলেন না। আত্মীয় স্বজনের আশ্রম্বল র্তাহার