পাতা:রামমোহন রায়-কেশবচন্দ্র চৌধুরী.djvu/৭১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শুই "রামমোহন রায় । গন্তব্য পথ দুর্গম করিতে পারিল না। রাজ রামমোহন রায় ১৮৩৯ খৃষ্টাব্দের ১৫ই নবেম্বর তারিখে সোমবার দিবসে পালিত পুত্র রাজারাম, রামরা মুখোপাধ্যায় ও রামহরি দাসকে সঙ্গে লইয়া, “অ্যালবিয়ান” নামক জাহাজে আরোহণ করিলেন। এইরূপ কথিত আছে, তিনি দুগ্ধের জন্ত সঙ্গে একটী গাভী লইয়া গিয়াছিলেন। ১৮৩১ খৃষ্টাব্দের ৮ই এপ্রিল তারিখে তিনি লিভারপুল নগরে উপস্থিত হইলেন। জনৈক ভদ্র ইংরাজ তাহার বাটতে থাকিবার জন্ত র্তাহাকে নিমন্ত্ৰণ করিলেন, কিন্তু রাজা স্বাধীনভাবে থাকিতে পারিকেন মনে করিয়া, এক হোটেলে আশ্রয় গ্রহণ করিলেন। এই স্থানে প্রসিদ্ধ উইলিয়ম রস্কোর সহিত রাজার সাক্ষাৎ ও আলাপ হয়। রস্কে পূৰ্ব্বে রামমোহন রায়ের গুণগ্রামে আকৃষ্ট হইয়াছিলেন, এবং আপনার রচিত পুস্তকাবলী রাজার জন্য ভারতবর্ষে পাঠাইয়া দিয়াছিলেন। সেই পুস্তক ভারতে পৌছিবার পূৰ্ব্বেই রাজা বিলাতীত্র করেন। এই স্থানেই রাজার সহিত সুপ্রসিদ্ধ হৃত্তত্ববিৎ পণ্ডিত স্পরজিমের আলাপ ও বন্ধুত্ব হয়। লিভারপুলের “মেওর” তাহাকে একটী ভোজে নিমন্ত্ৰণ করিয়াছিলেন ; তিনি সে অনুরোধ রক্ষা করিতে পারেন নাই। এই সময়ে मशनडांद्र श्ब्राह “ब्रिक्द्रम् दिन” शहेछ बांभाश्वांश् श्वांद्र কথা ছিল। সেই জন্য রাজা শীঘ্ৰ লণ্ডনে যাত্রা করিলেন। পথে ম্যাঞ্চেষ্টারে অবতীর্ণ হইলেন। কুলিগণ ভারতের রাজাকে