পাতা:রামমোহন রায়-কেশবচন্দ্র চৌধুরী.djvu/৭২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বাদশ পরিচ্ছেদ। శ్రీలి দেখিবার জন্ত সমবেত হইল। তিনি অনেকের সহিত করমর্দন করিলেন। তিনি লণ্ডনেও এক হোটেলে গিয়া উঠিলেন। সেই দিন বেলা ১১টা হইতে অপরাহ্ল ৪টা পৰ্য্যন্ত জ্বলে দলে বড় লোকেরা আসিয়া, রামমোহন রায়ের সহিত পরিচিত হইতে লাগিলেন। যিনি আলাপ করিলেন, তিনিই রাজার মধুর চরিত্র ও ভদ্র ব্যবহারে মুখ হইলেন। এই স্থানে স্বপ্রসিদ্ধ বেস্থাম সাহেবের সহিত র্তাহার আলাপ ও বন্ধুত্ব হয়। ইংলণ্ডেশ্বরের অভিষেকের সময়ে বিদেশীয় দূতগণের সহিত তাহার আসন নির্দিষ্ট হইয়াছিল। একট প্রকাণ্ড ভোজে ইংলণ্ডেশ্বর রামমোহন রায়কে নিমন্ত্ৰণ করিয়াছিলেন। বোর্ড আবু কন্টোলের সভাপতি হুবহাউস সাহেবও ৬ই জুলাই তারিখে তাহার সন্মানের জন্তু, ইষ্ট-ইণ্ডিয়া কোম্পানির নামে একটা ভোজ দিয়াছিলেন। মহাত্মা ডেভিড্‌ হেয়ার, রাজার একজন পরম ৰন্ধু ছিলেন। হেয়ারের ভ্রাতার লওনে বাস করিতেন। তাহাজের বিশেষ অনুরোধ, তিনি র্তাহাজের বাড়ীতে যাইয়া বাস করেন। রাজা যখন ফ্রান্সে গিয়াছিলেন, তখন হেয়ার সাহেবের এক ভ্রাতা তাহার সঙ্গী হইয়াছিলেন। লওনের একেশ্বরবাদিগণ রাজা রামমোহন রায়ের সন্মানার্থ এক প্রকাগু সভা আহ্বান করেন। সেই সভায় স্ববিখ্যাত স্তর জন ৰাউলিং বলিয়াছিলেন,-"দি প্লেটো বা সক্রেটিস, মিল্টন ৰ নিউটন হঠাৎ