পাতা:রামমোহন রায়-কেশবচন্দ্র চৌধুরী.djvu/৭৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

$8 ब्रांबटयांझ्न ब्लॉग्न । আসিয়া উপস্থিত হন, তাহা হইলে যেরূপ মনের ভাব হওয়া সম্ভব, তদনুরূপ ভাবে অভিভূত হইয়া, আমি রাজা রামমোহন রায়ের অভ্যর্থনার জন্ত হস্ত প্রসারণ করিয়াছি।” আরও অনেকে রাজার মহিম বৰ্ণন করিয়া, বক্তৃতা প্রদান করেন। পরে রাজা আপনার বক্তব্য প্রকাশ করেন। লগুন বাসকালে সাম্যবাদের প্রবর্তৃক রবার্ট ওয়েনের সহিত রাজার ঘোরতর তর্ক হয়। ওয়েন পরাস্ত হইয়া, রাগিয়া উঠিয়াছিলেন, কিন্তু রাজার স্বাভাবিক ভাবের কোনই ব্যতিক্রম হয় নাই। এই সময়ে রাজা ভারতবর্ষের অবস্থা ও শাসন-সম্বন্ধে পালেমেণ্টের কমিটীর নিকট সাক্ষ্য প্রদান করেন । তিনি স্বদেশের কলাপার্থ ইংলণ্ডে কয়েকখানা পুস্তকও প্রকাশ করিয়াছিলেন। ১৮৩২ খৃষ্টাকে শরৎকালে রাজা ফরাসী দেশে গমন করেন। ফরাসীগণও র্তাহাকে সাদরে গ্রহণ করিলেন। সম্রাট লুই ফিলিপ্‌ অত্যন্ত সন্মানের সহিত র্তাহাকে অভ্যর্থনা করেন এবং তাহার সহিত একত্র ভোজন করেন। তত্ৰত্য কোন বিখ্যাত সভায়, डिनि भनिनैौग्न जङा मानांनौऊ झन ।। ७ई हांटन विशांऊ কবি টমাস মুরের সহিত র্তাহার আলাপ হয় এবং তাহার একত্র আহার করেন। ফরাসীদেশে বাসকালে রামমোহন ফরাসী ভাষায় বুৎপত্তিলাভের চেষ্টা করেন। • ১৮৩৩ খৃষ্টাব্দে রাজা জাবার ইংলণ্ডে আগমন করেন, এবং হেয়ার সাহেবের ভ্রাতাদের গৃহে অতিথি হন। রাজার স্বহৃদ