পাতা:রামমোহন রায়-কেশবচন্দ্র চৌধুরী.djvu/৭৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বাদশ পরিচ্ছেদ। 心仪 ভাবে সকলেই আকৃষ্ট হইলেন। র্তাহার চরিত্রের মাধুর্ঘ্য সকলেরই হৃদয়ের শ্রদ্ধা ও ভালবাসা আকর্ষণ করিল। কুমারী লুসি একিন স্বপ্রসিদ্ধ ডাক্তার চেনিংকে যে পত্র লেখেন, ऊांशंष्ठ ब्रांझांद्र गइएकू वशिग्रांद्वहन-“जर्काणहे ब्रांय ब्रांमমোহন রায়কে একজন অসাধারণ ব্যক্তি বলিয়া মনে করিতেছেন। প্রভূত ক্ষমতা ও প্রতিভার সহিত র্তাহার বিনয় ও সরলতা সকলের হৃদয়কে জয় করিতেছে। ইংরাজী ভাষার উপর তাহার বিশেষ অধিকার এবং ইউরোপের রাজনৈতিক অবস্থা সম্বন্ধে তিনি বিলক্ষণ অভিজ্ঞ। তিনি স্বাধীনতা ও উন্নতির একান্ত পক্ষপাতী। রাজাকে দেখিয় অবধি আমার মনের उीव श्रक्षिरुऊद्र छेमांद्र ७ गांछिोषिक श्ब्राह ।” রাজ রামমোহন রায়ের প্রতি বিলাতের লোক সকল এতই আকৃষ্ট হইয়াছিলেন যে, রেভারেও ডেভিসন সাহেৰ তাহার পরিবারস্থ একটা বালকের নাম "রামমোহন রায়” রাখলেন। এই বালকটকে রাজ অত্যন্ত ভালবাসিতেন। তিনি এমন বিনয়, প্রতিভা ও ভদ্রতার সহিত বিপক্ষের সহিত ৰাদানুবাদ করিতেন যে, প্রতিপক্ষ তাহাতে বিন্দুমাত্র ক্ষুণ্ণ হইতেন না। প্রতিবাদের সময়ে তিনি বিপক্ষের মতের উপর সমধিক শ্রদ্ধা প্রদর্শন করিতেন। তাছার প্রখর বুদ্ধি বিপক্ষের মতকে খণ্ড বিথও করিত, কিন্তু সেই সঙ্গে তাহার বিনয় ও ভদ্রতা বিপক্ষের হৃদয়কে জয় করিত। তিনি একদিকে বজ্ৰ হইতেও