পাতা:রামমোহন রায়-কেশবচন্দ্র চৌধুরী.djvu/৭৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

శ్రీనీ রামমোহন রায়। কঠিন, জাৰার জন্যদিকে কুসুম হইতেও কোমল ছিলেন। অসত্য ও অন্যায়ের বিরুদ্ধে যখন দণ্ডায়মান হইতেন, তখন র্তাহার গর্জন ও হুঙ্কারে স্বৰ্গ মৰ্ত্ত ৰিচলিত হইত। আবার ভদ্রতা ও শিষ্টতায় তিনি লোকের নিকট মৃদুভাৰ ধারণ করিতেন। স্ত্রীলোকদিগকে তিনি আজীবন শ্রদ্ধা করিতেন। মহিলাগণ র্তাহার সমীপন্থ হইলে, তিনি সসন্ত্রমে দণ্ডায়মান হইতেন। মিসেস্ ডেভিস এসম্বন্ধে লিখিয়াছেন,-“নিশ্চয়ই এমন ৰিনী মানুষ আর নাই। তিনি এরূপ সসন্ত্রমে জামার সহিত ব্যবহার করিতেন, যে তাঁহাতে আমি লজ্জিত হইতাম । আমি যদি দেশের মহারাণী হইতাম, তাহা হইলেও কেহ আমাকে এত অধিক সন্মান প্রদর্শন করিতে পারিত না।” প্রত্যেকের সহিত তিনি এইরূপ ব্যবহার করিতেন।