পাতা:রামমোহন রায়-কেশবচন্দ্র চৌধুরী.djvu/৭৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ত্রয়োদশ পরিচ্ছেদ । স্বৰ্গারোহণ । ১৮৩৩ খৃষ্টালের সেপ্টেম্বর মাসে রাজা কৃষ্টলে গমন করিয়া, “ষ্টেপল্টন গ্রোভূ” নামক একটা স্বনার ভবনে কুমারী কিডেল ও কুমার কাসেলের অতিথিরূপে বাস করেন। হেয়ার সাহেবের ভগ্নী রাজার সহিত লণ্ডন হইতে ব্রিষ্টলে আসিয়ছিলেন। প্রায় প্রতিদিন ডাক্তার কাপেণ্টারের সহিত নান বিষয়ে তাহার আলাপ হইত। র্তাহার ব্যবহার এমনই মনোরম ও আনন্দপ্রদ ছিল যে, বৃষ্টলের অনেক বড় বড় লোক তাহাকে অত্যন্ত শ্রদ্ধা ভক্তি করিতেন। তিনি সম্প্রদায় নিৰ্ব্বিশেষে সকল খৃষ্টীয় সম্প্রদায়ের উপাসনাতেই যোগদান করতেন। তিনি এ সম্বন্ধে কোন সাম্প্রদায়িক ভাবে জাবদ্ধ ছিলেন না। বৃষ্টলে কুমার কাপেণ্টারের সহিত রাজার বন্ধুত্ব জন্মে। র্তাহার সংসর্গের প্রভাবেই কুমারী কাপেণ্টার ভারতবর্ষের কল্যাণের জন্ত তাহার শরীর, মন ও অর্থ সবই নিয়োগ করিয়াছিলেন। ১১ই সেপ্টেম্বর তারিখে বৃষ্টলবাসী অনেক স্বশিক্ষিত ব্যক্তি, নিমন্ত্রিত হইয়া, রাজার নিকট আগমন করেন। উপস্থিত পণ্ডিতগণ ভারতের ধৰ্ম্ম, সমাজ ও রাজনীতি ঘটিত অনেক প্রশ্ন করেন। রাজা রামমোহন রায় ক্রমাগত তিন ঘণ্টা কাল